আওয়ামী লীগের সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোঘণা

11125

Published on অক্টোবর 1, 2018
  • Details Image

 

বাংলাদেশ আওয়ামী লীগ রাজধানী ঢাকায় সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে। আজ বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এই কর্মসূচি ঘোষণা করেন। এই কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতৃবৃন্দকে নিয়ে গঠিত ৪টি টিম রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচি পরিচালনা করবেন। দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল-আলম হানিফ এমপি, ডা. দীপু মণি এমপি, জাহাঙ্গীর কবির নানক এমপি ও আব্দুর রহমান এমপি এই ৪টি টিমের নেতৃত্ব দিবেন। আগামীকাল ১ অক্টোবর ২০১৮ সোমবার সপ্তাহব্যাপী কর্মসূচির প্রথম দিনে মাহবুবউল-আলম হানিফ এমপির নেতৃত্বে গঠিত টিম বিকাল ৪টায় রাজধানীর ওয়ারি থানার ৩টি ওয়ার্ড, ডা. দীপু মণি এমপির নেতৃত্বে গঠিত টিম সকাল ১১:৩০মি. গুলশান-২ কাঁচাবাজার এলাকা, জাহাঙ্গীর কবির নানক এমপি নেতৃত্বে গঠিত টিম বিকাল ৪টায় মোহাম্মদপুর থানার ৩টি ওয়ার্ড ও আব্দুর রহমান এমপির নেতৃত্বে গঠিত টিম বিকাল ৪টায় রাজধানী পল্টন থানার ৩টি ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। সপ্তাহব্যাপী এই কর্মসূচির সমন্বয় করবেন দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি।

গণসংযোগ কর্মসূচির জন্য গঠিত টিমসমূহ :
টিম-১ :
১. মাহবুবউল-আলম হানিফ এমপি
২. আ.ফ. ম বাহাউদ্দিন নাছিম এমপি
৩. একেএম এনামুল হক শামীম
৪. দেলোয়ার হোসেন
৫. ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর
৬. অ্যাড. মৃণাল কান্তি দাস এমপি
৭. আমিনুল ইসলাম
৮. এস এম কামাল হোসেন
৯. মির্জা আজম এমপি
১০. গোলাম কবির রব্বানী চিনু

টিম-২ :
১. ডা. দীপু মণি এমপি
২. ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী (নওফেল)
৩. শামসুন নাহার চাঁপা
৪. অসীম কুমার উকিল
৫. অ্যাড. মোঃ আমিরুল আলম মিলন
৬. পারভীন জামান কল্পনা
৭. আনোয়ার হোসেন
৮. প্রফেসর মেরিনা জাহান
৯. অ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওছার
১০. অধ্যক্ষ রেমন্ড আরেং

টিম-৩
১. জাহাঙ্গীর কবির নানক এমপি
২. আহমদ হোসেন
৩. খালিদ মাহমুদ চৌধুরী এমপি
৪. ফরিদুন্নাহার লাইলী
৫. শ্রী সুজিত রায় নন্দী
৬. ফজিলাতুন নেসা ইন্দিরা এমপি
৭. মোঃ আব্দুছ ছাত্তার
৮. ডা. রোকেয়া সুলতানা
৯. নুরুল ইসলাম ঠান্ডু
১০. ইকবাল হোসেন অপু

টিম-৪
১. আব্দুর রহমান এমপি
২. বি. এম মোজাম্মেল হক এমপি
৩. আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি
৪. অ্যাড. শ. ম রেজাউল করিম
৫. অ্যাড. আফজাল হোসেন
৬. হাবিবুর রহমান সিরাজ
৭. ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া
৮. আখতারুজ্জামান
৯. মারুফা আক্তার পপি

ওবায়দুল কাদের এমপি’র আহ্বান

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ওবায়দুল কাদের এমপি এক বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের সারাদেশের নেতা-কর্মীদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি ঘোষিত দেশজুড়ে সপ্তাব্যাপী ‘‘গণসংযোগ কর্মসূচি” পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। আজ এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘বাংলাদেশের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকুন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করুন”Ñএই স্লোগানে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীরা এই গণসংযোগ কর্মসূচি পালন করবেন এবং স্থানীয় সংসদ সদস্য, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই সকল কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। বিবৃতিতে তিনি যে কোন ধরনের হত্যা, সন্ত্রাস, নাশকতা, ষড়যন্ত্র ও নৈরাজ্যমূলক কর্মকা-ের বিরুদ্ধে দেশবাসীকে সচেতন ও সতর্ক থেকে সকল ধরনের ধ্বংসাত্মক তৎপরতা রুখে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।
তারিখ : ৩০ সেপ্টেম্বর ২০১৮
প্রেস বিজ্ঞপ্তি

Live TV

আপনার জন্য প্রস্তাবিত