পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

3044

Published on ফেব্রুয়ারি 20, 2020
  • Details Image

পিরোজপুর সদর উপজেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পিরোজপুর গোপালকৃষ্ণ টাউন ক্লাব মাঠের স্বাধীনতা মঞ্চে সদর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে সম্মেলনের উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএমএ আউয়াল।

সভায় সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি সরদার মতিউর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড. এম এ হাকিম হাওলাদার।

সভায় সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মল্লিক স্বপনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি, পিরোজপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌর মেয়র আলহাজ¦ মো: হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহাজাহান খান তালুকদার, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. শাহ আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ^াস,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মজিবুর রহমান খালেক, জেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রেজাউল করিম মন্টু সিকদার, জেলা আওয়ামীলীগের সদস্য তৌহিদুল ইসলাম হিরু সহ জেলা ও সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ।পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মাওলানা ফারুক আব্দুল্লাহ।

আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এডভোকেট আফজাল হোসেন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া সংগঠন আওয়ামীলীগ মাটি-মানুষের উন্নয়নে অঙ্গীকারাবদ্ধ। সারাজিবন মানুষের মুক্তির জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছে। সংগঠনের জন্য আমাদের নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে আবার অনেকেই আন্দোলন করেছে কিন্তু অন্য কোন সংগঠনের নেতাকর্মীরা এমন করে নাই। অনেক নেতৃবৃন্দ সেই সংগ্রামের ইতিহাসের কথা বলেছেন তাদের নির্যাতনের কথা বলেছেন। আমরা প্রত্যেকটি কর্মী আজকে বুকে হাত দিয়ে বলতে পারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জন্য যেকোনো সময়ের তুলনায় ভালো আছি। শেখ হাসিনার শাসনকালে দক্ষিন অঞ্চলে অনেক উন্নয়ন হয়েছে। আমরা গর্বের সাথে বলতে পারি যে আমরা বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের সৌভাগ্যের অংশীদার হচ্ছি। খেয়াল রাখতে হবে আমাদের কোন অপশক্তি দামিয়ে রাখতে না পারে। আজকে তরুণদেরকে আমাদের জায়গা করে দিতে হবে। বিভিন্ন সময়ে কেন্দ্রীয় কমিটির কাছে জেলার সংগঠনের এক একজনের বিরুদ্ধে নালিশ যেতো। এখন এই বিষয়টার সমাধান হয়েছে। সবাই এখন একত্রিত। সবাই একসাথে কাজ করার মাধ্যমে দলকে এগিযে নিয়ে যেতে হবে।


কাউন্সিল অধিবেশন শেষে তোফাজ্জেল হোসেন স্বপন মল্লিক সভাপতি এবং রেজাউল করিম মন্টু সিকদারকে সাধারণ সম্পাদক করে আগামী ৩ বছরের জন্য কমিটি ঘোষনা করা হয়। কমিটির বাকী সদস্যদের নাম পরে ঘোষণা করা হবে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত