করোনা প্রতিরোধে এ মুহূর্তে করণীয়

3971

Published on এপ্রিল 2, 2020
  • Details Image

ডা. মো. শহীদুল্লাহ সিকদার:

করোনাভাইরাস (কোভিড-১৯) অতীতের যে কোনো সংক্রামক ব্যাধি থেকে অধিক আক্রমণাত্মক। এর দ্রুত ভৌগোলিক বিস্তৃতি, আক্রান্তের সংখ্যা এবং মৃত্যুর হার এর সত্যতা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করে।

কোনো অবস্থাতেই কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ অথবা বিশ্ব পরিমণ্ডলে একে কম গুরুত্ব দেয়া যাবে না। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে অতীতের যে কোনো রোগ থেকে একে বেশি গুরুত্ব দিতে হবে, কারণ রোগ তৈরির ক্ষেত্রে এর চরিত্র একেবারেই আলাদা। বিশ্ব নেতৃবৃন্দকে জাতি, ধর্ম, বর্ণ, রাজনৈতিক ও অর্থনৈতিক ভেদাভেদ ভুলে গোটা বিশ্বের মানুষকে কোভিড-১৯ থেকে রক্ষার জন্য এগিয়ে আসতে হবে।

বাংলাদেশে এর আসন্ন সংকটের কথা মনে রেখে ’৭১-এ মহান মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার জন্য যেমন গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে লড়েছে, আজকে করোনা সংকটেও তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে হবে। মনে রাখতে হবে, বিলম্ব হলে আমাদের চরম মূল্য দিতে হবে। কারণ প্রতিরোধই মূল কর্তব্য- রোগ হওয়ার সুযোগ দেয়া যাবে না।

বিশেষ কিছু খাদ্য শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বলে আমাদের জানা রয়েছে, যেমন ভিটামিন সি সমৃদ্ধ ফল আমড়া, পেয়ারা, কমলা, পেপে, আপেল, আঙ্গুর ইত্যাদি আর সবজির মধ্যে গাজর, ব্রকলি, শসা ইত্যাদি ছাড়াও রসুন, আদা, কাচামরিচ এ ধরনের খাদ্যসামগ্রী আমাদের শরীরে ভিটামিন সি ও অন্যান্য ভিটামিন খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহের মাধ্যমে শরীরে রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে দেয়, যা করোনাভাইরাস প্রতিরোধে অতীব প্রয়োজনীয়।

ইতিমধ্যেই আমরা শিখেছি, হাঁচি-কাশি, সংস্পর্শ, ব্যবহার্য রুমাল, কাপড়চোপড়সহ অনেক সামগ্রীর মাধ্যমে করোনাভাইরাস ছড়ায়। সুতরাং সবাইকে সচেতনভাবে এটি প্রতিরোধের চর্চা করতে হবে। রোগী বা আক্রান্ত ব্যক্তিকে আলাদা রাখতে হবে এবং তার সেবার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ব্যবহার করে রোগ ছড়ানোর সম্ভাব্য পথ বন্ধ করতে হবে।

দ্রুত সম্ভাব্য আক্রান্ত ব্যক্তিকে পরীক্ষা করে রোগ সম্পর্কে নিশ্চিত হতে হবে। তিনি রোগী হলে আইসোলেশনে রেখে তার চিকিৎসা করাতে হবে এবং যার পরীক্ষা করা সম্ভব হয়নি তিনি আক্রান্ত এলাকা থেকে এলে বা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে তাকে ১৪ দিন হোম অথবা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখতে হবে।

সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই জরুরি। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাওয়া যাবে না। রোগের লক্ষণ দেখা দিলে স্বাস্থ্যকেন্দ্রের সঙ্গে অথবা চিকিৎসকের সঙ্গে অনলাইনে বা মোবাইল ফোনে যোগাযোগ করে চিকিৎসা নিতে হবে। কোনো মিথ্যা গুজব বা অপচিকিৎসা অথবা অবৈজ্ঞানিক বিষয়ের ওপর নির্ভর করা উচিত নয়। বাংলাদেশের স্বাস্থ্যসেবাকেন্দ্রগুলো রোগীর ব্যবস্থাপনার জন্য সাধ্যমতো প্রস্তুত রয়েছে। ভীত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে সচেতন কর্মের মাধ্যমে নিজে বাঁচুন এবং অন্যকে বাঁচাতে সহযোগিতা করুন।

ব্যক্তিগত, গোষ্ঠীগত ও আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি পরিহার করে মানবিক পদক্ষেপ নেয়া এখন খুবই জরুরি। চিকিৎসক, নার্স ও সহযোগী স্বাস্থ্যকর্মীদের সুস্থ রাখতে হবে এবং সুস্থ ও কর্মক্ষম রেখে তাদের কাছ থেকে সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য ব্যবস্থাপনায় নজর দেয়া খুবই গুরুত্বপূর্ণ। এ কারণে তাদের জন্য পিপিই সরবরাহ করা জরুরি।

তাদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে। চিকিৎসকদের উদ্দেশে বলছি, পিপিই ব্যবহারের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন এবং সেবা দিন। নিজে সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ রাখুন।

ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম ও অন্যান্য সহযোগিতার মাধ্যমে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করুন। যদিও করোনার চিকিৎসায় নির্দিষ্ট কোনো ওষুধ নেই, তবু সঠিক চিকিৎসা পরিচর্যায় আক্রান্ত ব্যক্তিকে সুস্থ করে তোলা সম্ভব। সমন্বিত প্রচেষ্টা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সঠিক বৈজ্ঞানিক জ্ঞান প্রয়োগের মাধ্যমে করোনাভাইরাস কার্যকরভাবে মোকাবেলা করা সম্ভব।

লেখক: অধ্যাপক, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়

সৌজন্যেঃ দৈনিক যুগান্তর (১ এপ্রিল ২০২০)

Live TV

আপনার জন্য প্রস্তাবিত