খোকসায় খাদ্যসামগ্রী নিয়ে দুস্থ মানুষের পাশে স্থানীয় আওয়ামী লীগ নেতা

1117

Published on এপ্রিল 22, 2020
  • Details Image

ব্যক্তিগত উদ্যোগে খোকসা উপজেলা এবং পৌরসভার প্রতিটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে তিন দফায় পাঁচ হাজার পাঁচ শত খেটে খাওয়া ও হতদরিদ্র মানুষের মাঝে ৫ কেজি চাল,১ কেজি করে ডাল ও আলু বিতরন শুরু করেছেন খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আল মাছুম মুর্শেদ।

বিপদজনক করোনা ভাইরাস প্রতিরোধে কুষ্টিয়ার খোকসা উপজেলায় আতঙ্কিত না হয়ে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে লিফলেট ও মাস্ক বিতরন,জীবাণুনাশক স্প্রে করা,সাবান,হ্যান্ড স্যানিটাইজার বিতরনের পর এবার সরকারি নির্দেশনা মেনে কর্মহীন হয়ে পড়া দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের দ্বারেদ্বারে খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন তিনি ।

এবিষয়ে আল মাছুম মুর্শেদ শান্ত মুঠোফোনে জানান, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা করোনা ভাইরাস প্রতিরোধে সকল কার্যকারী পদক্ষেপ গ্রহণ করেছে।করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থেকে সবাইকে পরিস্থিতি মোকাবেলা করতে হবে।তিনি আরো জানান,সরকারি নির্দেশনা মেনে যেসব দিনমজুর, খেটে খাওয়া অসহায় মানুষ ঘরবন্ধী তাদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হচ্ছে।শান্ত জানান,ব্যক্তিগত উদ্যোগে এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে।প্রয়োজনের সাহায্যের সংখ্যা বাড়ানো হবে।দুস্থদের জন্য সকল বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান তিনি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত