নীলফামারীতে ৩০০ অসচ্ছল পরিবারের পাশে ছাত্রলীগ

550

Published on এপ্রিল 22, 2020
  • Details Image
  • Details Image

বাংলাদেশ ছাত্রলীগ, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে নীলফামারী সদর,কুন্দুপুকুর ইউনিয়ন এর হারোয়া গ্রামে ৩০০ অসচ্ছল পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

এর আগে জেলার বিভিন্ন এলাকায় মসজিদ ও সরকারি শিশু পরিবারে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবান, হ্যান্ড গ্লাভস, জীবাণুনাশক স্প্রে ও সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ করেছে।

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে ছাত্রনেতা দেওয়ান তাহমিদ আহমেদের নেতৃত্বে এসব কর্মসূচী পালন করা হয়।

এবিষয়ে ছাত্রনেতা দেওয়ান তাহমিদ আহমেদ বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় মানবতার কল্যাণে নিয়োজিত থেকেছে। সেই ধারাবাহিকতা থেকেই প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের কর্মসূচী। করোনা প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সকলকে সচেতন হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় রোগটি নির্মূল করতে হবে।

করোনা ভাইরাস প্রতিরোধে এ কর্মসূচী ধারাবাহিক ভাবে অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত