বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নির্দেশে দ: কেরানীগঞ্জ ছাত্রলীগ কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো

3775

Published on এপ্রিল 23, 2020
  • Details Image

করোনাভাইরাসের সংক্রমণের কারণে সারাদেশের মত কেরানীগঞ্জেও ধান কাটার শ্রমিক সংকট দেখা দিয়েছে। কৃষকের এই প্রয়োজনের সময় ঢাকা-৩ আসনের সংসদ সদস্য এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ-এর নির্দেশে দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের নেতৃত্বে একদল স্বেচ্ছাসেবী কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে।

কেরানীগঞ্জের কোন্ডা এবং তেঘরিয়া ইউনিয়েনের চর এলাকার বেশ কয়েক জন কৃষকের ক্ষেতে গিয়ে ছাত্রলীগের সদস্যরা কৃষকের ধান কেটে দিয়েছে।

করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই কেরানীগঞ্জে ছাত্রলীগ সক্রিয় ভূমিকা রেখে আসছে। মানুষকে সচেতন করার পাশাপাশি বিদ্যুৎ প্রতিমন্ত্রী ব্যক্তিগতভাবে যে ৫০ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন সেকাজেও ছাত্রলীগ সবার বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত