প্রতিদিন ৫ হাজার মানুষের জন্য ইফতার দিচ্ছেন নরসিংদীর পৌর মেয়র

2865

Published on মে 9, 2020
  • Details Image
  • Details Image
    অসহায় মানুষের হাতে ইফতার তুলে দিচ্ছেন নরসিংদী শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে সরকারি নির্দেশনায় দেশের সকল কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন নরসিংদী শহরের নিম্নমধ্যবিত্ত ও হতদরিদ্র লোকজন। মানুষের এই দুঃসময়ে নরসিংদী পৌর মেয়র ও শহর আওয়ামীলীগের সভাপতি মোঃ কামরুজ্জামান কামরুল নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী ও ইফতার বিতরণ অব্যাহত রেখেছেন। 

এর অংশ হিসেবে বুধবার (৬ মে) দুপুরে পৌর শহরের শাপলা চত্বর এলাকার পৌর মেয়রের নিজস্ব অফিসের সামনে নরসিংদী শহরের রেন্ট-এ-কার এর চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় পৌর শ্মশান এর মরদেহ সৎকারকারীদের চাহিদা অনুযায়ী পিপিই ও খাদ্য সামগ্রী বিতরণ করেন পৌর মেয়র।

রমজান উপলক্ষে নরসিংদীতে প্রতিদিন গড়ে ৪ থেকে ৫ হাজার মানুষকে ইফতার (ভুনা খিচুড়ি, ডিম, সবজি) বিতরণের উদ্যোগ গ্রহন করেছেন নরসিংদীর পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি মো. কামরুজ্জামান কামরুল। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ এপ্রিল) বিকেল ৩ টায় শহরের প্রধান প্রধান ১২টি মোড়ে এসব খাবার বিতরণ করা হয়।

শহরের স্বাধীনতা চত্বর, পায়রা চত্বর, মুক্তি চত্বর, শাপলা চত্বর, শিক্ষা চত্বর, হেমেন্দ্র সাহার মোড়, জেলখানা মোড়, ইউএমসি গেইট, উপজেলা মোড়সহ ১২টি স্পটে ভাসমান, অসহায় ও দুঃস্থসহ রিকশাচালক, অটোচালকসহ বিভিন্ন পেশাশ্রেণির মানুষের মধ্যে এসব ইফতার বিতরণ করা হয়।

ইতোমধ্যে করোনা সংকট মোকাবেলায় মেয়রের উদ্যোগে পৌর এলাকার ২০ হাজার পরিবারের খাদ্যসামগ্রী বিতরণের কার্যক্রম চলমান অবস্থায় নতুন উদ্যোগ হিসেবে তৈরি খাবার (ইফতার) বিতরণকে যুক্ত করেছেন মেয়র।

এছাড়া পৌর এলাকার যেসব মধ্যবিত্ত্ব ও নিম্ন মধ্যবিত্ত্ব পরিবারে খাদ্যসামগ্রী সংকট রয়েছে কিন্তু বিব্রতবোধ করেন তাদের জন্য খোলা হয়েছে দুটি হটলাইন নম্বর (০১৯৪৬ ২৯৫৩৩৩, ০১৯৬২ ৫৩৮৩২৩)। এই নম্বরে ফোন করলেই অতিগোপনে মেয়রের লোকজন ওই বাসায় পৌঁছে দিচ্ছেন বিনামূল্যে খাদ্যসামগ্রী।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত