৬০০ পরিবারে পরিবেশ মন্ত্রী এবং ঢাকা উত্তরের মেয়রের খাদ্য সহায়তা

1666

Published on মে 7, 2020
  • Details Image

করোনায় ক্ষতিগ্রস্ত ৬০০ জন অসহায় মানুষের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ আতিকুল ইসলাম।

৭ মে বৃহস্পতিবার রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ মাঠে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই ত্রাণ বিতরণ কর্মসূচি চালানো হয়।

বিতরণকালে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেন, করোনাকালীন কর্মহীন অসহায় জনগণের মাঝে পর্যাপ্ত খাদ্যসামগ্রী সরবরাহের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সম্ভাব্য সবকিছু করছে। চাল, ডাল, আলু, তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী জনগণের নিকট পৌঁছে দেয়ার সরকারের এই মানবিক কার্যক্রম চলমান থাকবে।

পরিবেশ মন্ত্রী বলেন, বৈশ্বিক মহামারি করোনা ও পবিত্র রমজান মাস একই সাথে চলমান থাকায় অসহায় মানুষকে বেশি করে সাহায্য করা প্রয়োজন। মন্ত্রী বলেন, ঢাকার অসহায় মানুষের প্রয়োজনে পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষে এধরণের সাহায্য চলমান থাকবে। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় অতি জরুরি প্রয়োজনে বাইরে গেলেও স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল করতে হবে। এতে নিজের পরিবার, সমাজ সর্বোপরি দেশ বাচবে।

মেয়র আতিকুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২৫ মার্চ অদৃশ্য শক্তি করোনার প্রাদুর্ভাব মোকাবিলা করার জন্য ত্রাণের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান করেছিলেন। এরপর আমরা ২৬ মার্চ থেকে ত্রাণ কার্যক্রম শুরু করি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন যারা ঘর থেকে বের হতে পারে না, রাস্তা আসতে পারে না। যারা ঘরে থেকে কষ্টে ভুগছে তাদের কিভাবে ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে পারি। তার পরিপ্রেক্ষিতে সবাই মিলে সবার ঢাকা প্লাটফর্মের মাধ্যমে বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ত্রাণ পৌঁছে দিয়ে আসছি। আমাদের টার্গেট ছিল ৪৭ হাজার পরিবারের হাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া। গতকাল পর্যন্ত আমরা তা দিয়েছি। এরইমধ্যে আমাদের ৭১ হাজারের তালিকা করে ফেলেছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। অসহায় মানুষের কাছে আমাদের এই ক্ষুদ্র উপহার পৌঁছে দিতে আজকের এই আয়োজন।

পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. এ, কে, এম রফিক আহাম্মদ এসময় উপস্থিত ছিলেন।

 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত