নরসিংদীতে অসহায়দের পাশে সংরক্ষিত মহিলা আসনের এমপি

2321

Published on মে 10, 2020
  • Details Image

মহামারী করোনাভাইরাস বিস্তার প্রতিরোধে সরকার অনেক এলাকা লকডাউন করেছে। বন্ধ করেছে স্থল,আকাশ ও জলপথ। এমন সময় সবাই যখন ঘরে থাকছেন তখন অসহায় গরীব ও অস্বচ্ছল মানুষের জীবন জীবিকা চালানো কঠিন হয়ে যাচ্ছে। কাজ না থাকায় আয় নেই। তারা মূলত দিন আনে দিন খায়। তাদের কথা ভেবেই মানবতার হাত বাড়িয়ে দিয়ে ওদের পাশে দাড়িয়েছেন সংরক্ষিত মহিলা আসনের এমপি তামান্না নুসরাত বুবলী।

তামান্না নুসরাত বুবলীর পক্ষ থেকে নরসিংদীর বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে অসহায় অস্বচ্ছল মানুষ ও বিধবা মহিলাদের হাতে চাল,ডাল,আলু,পেয়াজ, সাবান,মাস্ক,নগদ টাকা সমন্বয়ে একটি করে প্যাকেট এবং বিভিন্ন রাস্তায় ঘুরে অটো রিক্সা চালকদের নগদ টাকা দেওয়া হয় ৷ এছাড়া এমপি তামান্না নুসরাত বুবলীর নির্দেশে নরসিংদীর বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় ঘুরে জীবাণু নাশক স্প্রে করা হয় পাশাপাশি বিভিন্ন মসজিদে স্যানিটাইজার,সাবান বিতরন করা হয় ।

এদিকে নরসিংদীতে করোনা ভাইরাসের প্রাদূর্ভাবে খাদ্য অভাবে পরা হিজরা (তৃতীয় লিঙ্গ) জনগোষ্ঠীর ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন নরসিংদী এমপি তামান্না নুসরাত বুবলী । নরসিংদী শহরের বাসাইল হিজরা বাড়ির মোড়ের আশেপাশের হিজরাদের বাড়িতে বাড়িতে ও শহরের বিভিন্ন মহল্লায় গিয়ে অসহায় প্রতিবন্ধীদের পরিবারের মাঝে এমপি মহোদয়ের প্রতিনিধিদের মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

তামান্না নুসরাত বুবলী বলেন, করোনার কারণে খাদ্য অভাবে পরা সমাজের প্রতিটি লোককে আমার সামর্থ অনুয়ায়ী উপকার করার চেষ্টা করছি। বিশেষ করে আমাদের সমাজে প্রতিবন্ধী ও হিজরা (তৃতীয় লিঙ্গের হিজড়া) দের খবর অনেকে রাখেনা। আমি চেষ্টা করেছি সেসব মানুষের পাশে দাড়াতে। তাদের মাঝে চাল,ডাল,আলু,তেল,পিঁয়াজ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

তিনি আরো বলেন,দেশের এই কান্তিলগ্নে সকলের উচিত করোনা মোকাবিলায় সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলা,অপ্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়া। ইনশাআল্লাহ আমরা সবাই একদিন আঁধার কাটিয়ে আলোর মুখ দেখবো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত