৪০ হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

2954

Published on মে 20, 2020
  • Details Image

করোনার প্রাদুর্ভাব ঠেকাতে দেশব্যাপী চলছে সাধারণ ছুটি। এতে কর্মহীন হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। কর্মহীন ও দরিদ্র এসব মানুষের জন্য সহায়তার হাত বাড়িয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। করোনার কারনে উদ্ভুত সংকট মোকাবেলায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪০ হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক, সাবেক রেলপথমন্ত্রী মোঃ মুজিবুল হক এমপি ।

মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল ও মোঃ মুজিবুল হক এমপির নিজস্ব তহবিল থেকে ১৩টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের মাধ্যমে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে ধাপে ধাপে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে। এই খাদ্য সহায়তা কার্যক্রম চলমান রয়েছে এবং করোনা ভাইরাসের এই বিপদ শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন মো: মুজিবুল হক এমিপ।

এ ছাড়াও মো: মুজিবুল হক এমপি মহোদয় উনার চৌদ্দগ্রাম পৌরসভাস্থ সংসদ সদস্য কার্যালয়ে একটি তথ্যকেন্দ্র চালু করেছেন। উক্ত তথ্যকেন্দ্রে তিনজন ব্যক্তিকে দায়িত্ব দেয়া হয়েছে যাদের কাজ হলো বর্তমান করোনাকালীন সময়ে চৌদ্দগ্রাম উপজেলার যে কোন প্রান্ত থেকে কোন মানুষ কল করে খাদ্য সহায়তা চাইলে অল্প সময়ের মধ্যে তাদের নিকট ত্রাণসামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করা। ইতিমধ্যে এই তথ্যকেন্দ্রের মাধ্যমেও মানুষের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত