লৌহজংয়ে ২ হাজারের বেশি পরিবার পেল সাংসদের সহায়তা

940

Published on মে 23, 2020
  • Details Image

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পবিত্র ঈদকে সামনে রেখে করোনাভাইরাসের কারণে কর্মহীন দুই সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ মে) সকালে উপজেলার হলদিয়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোজাম্মেল হকের শিমুলিয়ার বাসায় মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ঈদ সামগ্রী বিতরণের উদ্বোধন করেন। এলাকার ধনাঢ্য ব্যক্তিদের অর্থায়নে এসব ঈদ সামগ্রীর মাঝে ছিল ২ কেজি পোলাওর চাল, আড়াইশ গ্রাম ঘি, ১টি মুরগি, এক প্যাকেট সেমাই, ১ কেজি চিনি ও ১ কেজি দুধ।

এর পর এমপি সাগুফতা ইয়াসমিন এমিলি লৌহজং উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ হকি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ শিকদারের বাসভবনে কর্মহীন হয়ে পড়া অসহায়, গরিব আরো ২ সহস্রাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন। এসময় রশিদ শিকদারের নিজ অর্থায়নে প্রতিজনকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।

লৌহজংয়ে এ প্রথম ব্যতিক্রমভাবে ত্রাণ বিতরণ করেছেন তিনি। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি চিকিৎসকদের পরামর্শে মাক্স পড়া, বার বার হাত ধোয়া ও জীবাণুনাশক পানি দিয়ে শরীরসহ শরীরের বিভিন্ন অঙ্গ ধুয়ে পরিষ্কার থাকা। আর এ খাদ্যসামগ্রী গ্রহণ করার আগে প্রবেশপথে জীবানুণাশক কক্ষ দিয়ে প্রবেশ করিয়ে জীবাণুমুক্ত করা হয়। এবং সামাজিক দূরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মো. ওসমান গণি তালুকদার, উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রশিদ শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী এ্যাবা গ্রুপের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মৃধা শিপন, উপজেলা আ. লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদি হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, কনকসার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কুমারভোগ ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক মো. সেলিম দেওয়ান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ হোসেন ইমন প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত