সিলেটে ৩০০ পরিবারে সহায়তা দিয়েছেন যুবলীগ নেতা

2235

Published on মে 24, 2020
  • Details Image

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে সিলেট মহানগর যুবলীগ নেতা মোঃ রিমাদ আহমদ রুবেল’র উদ্যোগে সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের খাসদবীর জামেয়া মদীনাতুল উলুম দারুসসালাম মাদ্রাসা মাঠে প্রায় ৩০০ নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।

শনিবার (২৩ মে, ২০২০) দুপুর ৩ টায় এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময় সামাজিক দূরত্ব ও করোনা সর্তকতা অবলম্বন করা হয়। উপহার সামগ্রী বিতরণের সময় নিম্নবিত্ত, নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের মাঝে কোভিড-১৯ ভাইরাস সংক্রান্ত সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।

ঈদ উপহার সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্র নেতা আসাদ উদ্দীন আহমদ বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সংকট মোকাবেলা করছেন এমন নজির বিশ্বের কোথায়ও নেই। প্রধানমন্ত্রী নির্দেশে যুবলীগ সর্বদা দেশের সেবায় নিয়োজিত ছিল এবং থাকবে”।

বাংলাদেশে করোনা ভাইরাসের প্রকোপ শুরু হওয়ার পর থেকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে প্রথমে দেশব্যাপী নাগরিক সচেতনতায় কাজ শুরু করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিটি ইউনিট। প্রথমে হ্যান্ড স্যানিটাইজার, সাবান ও মাস্ক বিতরণ করে যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা। পরবর্তীতে লক ডাউন শুরু হওয়ার পর থেকে কর্মহীন, ছিন্নমূল, অসহায় মানুষের খাদ্য সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনের প্রতিটি ইউনিটের নেতাকর্মীরা।

পাশাপাশি ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি সবজি দোকান, ইফতার সরবরাহ, রান্না করা খাবার সরবরাহ, করোনা মৃতদেহ দাফন এবং ফ্রি টেলি মেডিসিন সেবা চালু করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জুবের খান, সিলেট মহানগর যুবলীগ সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হাজী এনামুল হক।

আরো উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা সুলতান মাহমুদ সাজু, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ইফতেখার হোসেন সুহেল, সহ সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিশু, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন মুন্না, দপ্তর সম্পাদক শাহিনুর আহমদ, দূর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক ফারহান ইসলাম মিতু, সাংস্কৃতিক সম্পাদক রাহিম আহমেদ প্রমুখ। মমতাজুল করিম খান জামিলের পরিচালনায় অনুষ্ঠানে মোনাজাত করেন জামেয়া মদীনাতুল উলুম দারুসসালামের শিক্ষক মাওঃ নিয়ামত উল্লাহ খাসদবীরি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত