৫ শতাধিক শ্রবণ প্রতিবন্ধীদের পাশে যুবলীগ

1824

Published on জুন 5, 2020
  • Details Image

করোনা ভাইরাসের কারণে অসহায় হয়ে পড়া বধির প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ , বস্ত্র , খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ যুবলীগ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর মিরপুরের পল্লবীতে ৫ শতাধিক বধির প্রতিবন্ধীদের মধ্যে নগদ অর্থ , বস্ত্র , খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল প্রধান অতিথি হিসেবে এসব সহায়তা সামগ্রী তুলে দেন।

এ সময় ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ডিএনসিসি’র কাউন্সিলর জাকির হোসেন বাবুল, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো: ইসমাইল হোসেন, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক এ্যাড শামিম আল সাইফুল সোহাগ, ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর তাজুল ইসলাম চৌধুরী বাপ্পী, কেন্দ্রীয় যুবলীগ নেতা ইঞ্জিনিয়ার মুক্তার হোসেন চৌধুরী কামাল, এ্যাড. জয়নাল আবেদীন চৌধুরী, আসাদুজ্জামান আজম, এ্যাড মো: গোলাম কিবরিয়া, আব্দুল হাকিম তানভীর, এরফান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনা ভাইরাসের কারণে বধির প্রতিবন্ধীরা অসহায় হয়ে পড়েছে। সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগের অসহায় মানুষের পাশে রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বধির প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হলো। করোনা পরিস্থিতি যতদিন থাকবে, যুবলীগের সহায়তা অব্যাহত থাকবে।

যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হত-দরিদ্র, ছিন্নমূল, দিনমজুর ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের অসহায় মানুষ এবং চিকিৎসা সেবায় নিয়োজিতদের পাশে শুরু থেকেই দাঁড়িয়েছে বাংলাদেশ যুবলীগ। সারাদেশে করোনা প্রতিরোধে সুরক্ষা ও খাদ্য সামগ্রী বিতরণ করছে নেতাকর্মীরা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত