তিন মাসে ৪০ লক্ষ বৃক্ষরোপণ করেছে কৃষক লীগ

1917

Published on সেপ্টেম্বর 16, 2020
  • Details Image

আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগ তিন মাসে ৪০ লাখ গাছ লাগিয়েছে। আষাঢ়-শ্রাবণ-ভাদ্র এ তিন মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার ( ১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের উদ্যোগে ডেমরা থানার আমুলিমা মডেল টাউন প্রাঙ্গণে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে কৃষক লীগের সভাপতি সমীর চন্দ আসন্ন ঢাকা-৫ আসন নির্বাচনে দলীয় প্রার্থী মনিরুল ইসলাম মনুর বিজয় নিশ্চিত করতে স্থানীয় কৃষক লীগ নেতাকর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানান। এ সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী মনিরুল ইসলাম মনু উপস্থিত ছিলেন।
কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচি

দেশের পরিবেশ রক্ষায় শেখ হাসিনা এবং আওয়ামী লীগ খুবই যত্নবান উল্লেখ করে দলের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ‘পরিবেশ সুরক্ষার কাজটি শুরু হয়েছিল বঙ্গবন্ধুর হাত ধরে ১৯৫২ সালে ফরিদপুর জেলে বাগান তৈরি ও পরিচর্যার মাধ্যমে। ১৯৬২ সাল থেকে পরিবেশের চিন্তা ও পরিবেশ আন্দোলন শুরু হয়। তবে জাতির পিতাকে ১৯৫২ সালে ভাষা আন্দোলনের সময় ঢাকা জেলখানা থেকে ফরিদপুর জেলখানায় দেওয়া হলে সেখানে বসে তিনি অবহেলিত মানুষের মুক্তির চিন্তার পাশাপাশি পরিবেশের কথা ভাবতেন। সকাল-বিকালে সময় পেলে বঙ্গবন্ধু ফরিদপুর জেলখানার বারান্দায় বৃক্ষরোপণ করে বাগান রচনা করেছিলেন।’

১৯৬২ সালে মার্কিন বিজ্ঞানী Rachel Carson-এর ‘Slient Spring’ প্রকাশের পর থেকে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর বিশ্লেষণ মাধ্যমে পরিবেশের চিন্তা শুরু হয় উল্লেখ করে তিনি বলেন, ‘মার্কিন বিজ্ঞানীদের ১০ বছর আগে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন পরিবেশের বিপর্যয় হবে, পরিবেশের বিপর্যয় রোধে আমাদের কাজ করতে হবে। বঙ্গবন্ধু পরিবেশের ক্ষেত্রে অনন্য দূরদর্শী নেতা ছিলেন। বিশ্বের বিজ্ঞানীরা যখন পরিবেশ নিয়ে চিন্তা করতে পারেননি, তখন তিনি চিন্তা করেছেন। তার সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে চলছে। পরিবেশ দরদি হিসেবে শেখ হাসিনা বিশ্বের অগ্রসেনানী। পরিবেশ নিয়ে কাজ করায় তিনি চ্যাম্পিয়ন অব আর্থ পুরস্কার পেয়েছেন।’

কৃষক লীগ প্রসঙ্গে দেলোয়ার হোসেন বলেন, ‘করোনাভাইরাসকে উপেক্ষা করে কৃষক লীগ বৃক্ষরোপণ কর্মসূচি, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ, বোরো মৌসুমে ধান কেটে দিয়ে কৃষকদের সাহায্য করা, বিনামূল্যে কৃষকের মাঝে সার-বীজসহ কৃষি সামগ্রী বিতরণ, স্বেচ্ছায় প্লাজমা-রক্তদান কর্মসূচি, এতিম-অনাথদের মাঝে মৌসুমি ফল ও উপহার সামগ্রী বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছে, যা অন্যান্য সংগঠনের জন্য অনুসরণীয় হয়ে থাকবে।’

তিনি তিন মাসে প্রায় ৪০ লাখ বৃক্ষরোপণ করায় কৃষক লীগকে ধন্যবাদ জানান।

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মতো কৃষক লীগের নেতাকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে বোরো মৌসুমে ধান কেটে কৃষকের গোলায় তুলে দেওয়া, জাতীয় শোক দিবেস সারা দেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন কৃষক লীগ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, এতিম-অনাথদের মাঝে মৌসুমি ফল ও উপহারসামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী ও বিনামূল্যে সার-বীজ বিতরণ করেছে। মুজিববর্ষে আষাঢ়-শ্রাবণ-ভাদ্র তিন মাসে আমরা ৪০ লাখ গাছের চারা রোপণ করেছি।’

তিনি ঢাকা-৫ আসনে আসন্ন উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা পদপ্রার্থী কাজী মনিরুল ইসলাম মনুর পক্ষে কমিটি গঠন করে বিজয় নিশ্চিতের জন্য কৃষক লীগ নেতৃবৃন্দকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর কৃষক লীগের সভাপতি আব্দুস সালাম বাবু, সঞ্চালনা করেন হাজী আব্দুল রব খান। সভা শেষে ডেমরা ৭০,৭১ ও ৭২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় প্রায় ৫০০ গাছের চারা রোপণ করা হয়।

সূত্রঃ বাংলা ট্রিবিউন

Live TV

আপনার জন্য প্রস্তাবিত