ঢাকা-১৮ উপনির্বাচনে দিনব্যাপী গণসংযোগে আওয়ামী লীগ নেতাকর্মীরা

1372

Published on অক্টোবর 28, 2020
  • Details Image

জমে উঠেছে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হাবীব হাসানের প্রচারণা। স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি প্রচারণায় যোগ দিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের ঢাকা মহানগর উত্তরের নেতারাও।

রাজধানী ঢাকার উত্তরায় দিনব্যাপী গণসংযোগ করলেন ঢাকা-১৮ আসনের  উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাবীব হাসান। উল্লেখ্য, ঢাকা-১৮ আসনটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১ ও ১৭ নম্বর ওয়ার্ড,  দক্ষিণখান, খিলক্ষেত, তুরাগ, উত্তরা এবং উত্তরখান থানা এলাকা নিয়ে গঠিত।

রবিবার (২৫ অক্টোবর) রাতে উত্তরার একটি বেসরকারি কনভেনশন সেন্টারে হাবীব হাসানের পক্ষে মতবিনিময় সভায় অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও এসএম কামাল হোসেন। এ সময় ঢাকা মহানগর উত্তরের সব সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারা। মতবিনিময়কালে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ছাত্রলীগ ঢাকা মহানগরের সভাপতি ইব্রাহীম হোসেন, স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদক, যুবলীগ ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও উপস্থিত ছিলেন। রাত ১০টায় এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত  সভা চলছিল। সভায় আওয়ামী লীগের দুই কেন্দ্রীয় নেতা নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

এদিকে হাবীবের পক্ষে রবিবার উত্তর সিটি করপোরেশনের ৫০ নম্বর ওয়ার্ডে (দক্ষিণখান) দিনব্যাপী গণসংযোগ করা হয়। এ সময় প্রার্থীর পাশাপাশি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা, দক্ষিণখান থানা আওয়ামী লীগের সভাপতি আবু হানিফ, সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠুসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বাড়ি বাড়ি গিয়ে নৌকার জন্য ভোট চান। এছাড়া পাড়া-মহল্লার উল্লেখযোগ্য মোড় এবং রাজপথে লিফলেট বিলি করেন তারা। আসন্ন উপনির্বাচনে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার জন্য ভোটারদের প্রতি অনুরোধ জানান এসব নেতা।

সোমবার, ২৬ অক্টোবর তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে উত্তর সিটি করপোরেশনের ৫১ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেন। তারা রাস্তায়, পাড়া-মহল্লায় এমনকি ক্ষেত্রবিশেষে বাড়ি বাড়ি গিয়ে নৌকার প্রার্থীর পক্ষে ভোট চান। গণসংযোগকালে নেতারা লিফলেট বিতরণ করেন। ওই এলাকার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি খন্দকার বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, যুবলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাবেক সহ-প্রচার সম্পাদক আজিজুল হক রানা, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান হৃদয়সহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

নির্বাচনি প্রচারের বিষয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান বলেন, ‘তিনি গত কয়েকদিন যাবৎ গণসংযোগ করছেন। মানুষের মধ্যে নির্বাচন নিয়ে উৎসাহ-উদ্দীপনা দেখতে পেয়েছেন। নেতাকর্মীরাও মাঠে নেমেছেন। যাদের করোনাভীতি কম তারা নিশ্চয় ভোট দিতে যাবেন।’ তিনি বলেন, ‘যথাযথ স্বাস্থ্যবিধি মেনে প্রচার চলছে।’ এই উপ-নির্বাচনে যথেষ্টসংখ্যক ভোট পড়বে বলে তারা আশাবাদী। পাশাপাশি নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, আগামী ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের উপনির্বাচন ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে ভোট হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের মৃত্যুতে শূন্য হয় আসনটি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত