গাজীপুরে কৃষক ও অসহায়দের মাঝে নারী সাংসদের শীতবস্ত্র, টিন ও কৃষি উপকরন বিতরণ

1130

Published on ডিসেম্বর 23, 2020
  • Details Image

গাজীপুরে শ্রীপুরে শীর্তাতদের মাঝে শীতবস্ত্র গৃহহীন পরিবারে মধ্যে টিন ও কৃষকদের মাঝে কৃষি উপকরন বিতরণ করেছেন নারী সাংসদ অধ্যাপিকা রুমানা আলী টুসি। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের বেলতলী গ্রামের মৃত আব্দুল বাতেনের স্ত্রী জরিনা আক্তারে ঘরের টিন উপহার দিয়ে মুখে হাসি ফুটালেন গাজীপুর-৩১৪ নারী সাংসদ ও কেন্দ্রীয় কৃষকলীগের মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা রুমানা আলী টুসি।

স্থানীয়রা জানায় আব্দুল বাতেন অনেক বছর আগে মারা যাওয়ার পর তার স্ত্রী জরিনা আক্তার ভাঙ্গা ছোট একটি খুপড়ি ঘরে বসবাস করতেন। ঘর মেরামত করার সার্মথ ছিল না তার। বৃষ্টির সময় হলে কষ্ট আরো বেড়ে যেতো। খুব কষ্টে তার দিন চলতো। একটি মাত্র মেয়েকে বিয়ে দিয়ে জরিনা একা হয়ে গেলেন। জরাজীর্ণ ছাপরা ঘরে দিন কাটাচ্ছেন বহু বছর ধরে । বিষয়টি নজরে আসে কৃষকলীগ সভাপতি আলহাজ্ব কবীর হোসেনের। পরে এমপি টুসিকে জানালে একটি নতুন ঘর দেওয়ার আশ্বাস দেন। মঙ্গলবার সকালে ঘরের টিন নিয়ে তার বাড়িতে হাজির হন তিনি । ঘরের টিন পেয়ে বিধবা জরিনার মুখে হাসি ফুটে।

পরে দুপুরে নারী সাংসদ মাওনা ইউনিয়নের ভেরামতলী বড়বাইদ, মাওনা উত্তর পাড়া ৫ শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। কম্বল বিতরণ শেষে বিকেলে গাজীপুর ইউনিয়ন কৃষকলীগের আয়োজনে প্রান্তিক ৩ শতাধিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত