গ্রামীণ অর্থনীতিতে পরিবর্তনের হাওয়াঃ আবুল কাসেম ভুঁইয়া

আগে গ্রামের মানুষ নিৎ অভাব-অনটনে ডুবে থাকত। একবেলা খেলে আরেক বেলা খেতে পারত না। গ্রামের প্রায় প্রতিটি বাড়ি ছিল জীর্ণশীর্ণ। গ্রামের বাড়িতে কোনো মেজবানের আয়োজন করলে গ্রামের মানুষ একবেলা ভালো খাবারের আশায় দল বেঁধে আসত। সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে গেছে। আমাদের দেশের গ্রামগুলোতে সেই আগের চিৎ আর দেখা যায় না। গ্রামগুলোতে লেগেছে পরিবর্তনের ছোঁয়া। গ্রামে আ...