৬৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছেন ময়মনসিংহ সিটি মেয়র

6656

Published on মে 23, 2020
  • Details Image
  • Details Image
  • Details Image

প্রাণঘাতী করোনা ভাইরাস সঙ্কট কাটিয়ে উঠতে নগরীর কর্মহীন ও হতদরিদ্র প্রায় ৬৫ হাজার পরিবারের পাশে দাড়িয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু।

করোনা পরিস্থিতি ও লক ডাউন ঘোষণার কারনে নগরীর ৩৩টি ওয়ার্ডে কর্মহীন হয়ে পড়া নানা পেশার মানুষসহ হতদরিদ্র এসব পরিবারের মধ্যে খাদ্য সহায়তার চাল ডাল তেল লবন আলু পেয়াজসহ সাবান তুলে দেয়া হয়। ব্যক্তিগত এসব সহায়তার বাইরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে।

করোনা ছড়িয়ে পড়ার পর নগরীর বস্তি এলাকায় এসব সহায়তা দেয়া হয় একাধিকবার। ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু জানান, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহায়তা অব্যাহত থাকবে।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন সূত্র জানায়, খাদ্য সহায়তা ছাড়াও করোনার সংক্রমণ থেকে নগরবাসীকে রক্ষায় ৩০ হাজার পিস হ্যান্ড স্যানিটারাইজ ও ৪৪ হাজার মাস্ক বিতরণ করা হয়েছে নগরবাসীর মধ্যে।

নগরীর ৩৩ টি ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে ও মোড়ে হাত ধোওয়ার জন্য ৫২৫টি ভ্রাম্যমান বেসিন স্থাপন করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য নগরীর ২৫ পয়েন্টে বসানো হয় প্রচারণার বুথ। এর বাইরে প্রতিদিন ১০০ মাইকের মাধ্যমে নগরবাসীকে সচেতন করা হচ্ছে। করোনা সচেতনতায় নগরবাসীর মধ্যে বিতরণ করা হয়েছে ৩ লক্ষাধিক লিফলেট।

পুরো নগরীকে জীবাণুমুক্ত রাখতে প্রতিদিন ব্যস্ততম প্রধান সড়কগুলো জীবাণুনাশক ছিটিয়ে পানি দিয়ে ধুইয়ে দেয়া হচ্ছে। ১০০টি হ্যান্ড স্প্রে এর সাহায্যে নগরীতে চলাচলকারী যানবাহনে স্প্রে করা হচ্ছে।

ব্যস্ততম মেছুয়া কাচা বাজারকে সরিয়ে নেয়া হয় কাচারিঘাটের খোলা জায়গায়। নগরীর কাচারিঘাট কাঁচা বাজার ও মেছুয়া বাজারের মুখে বসানো হয়েছে জীবাণুনাশক বুথ।

সিভিল সার্জন ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের ব্যক্তিগত সুরক্ষায় পিপিই ও হ্যান্ড স্যানিটারাইজ সরবরাহসহ মেডিক্যাল কলেজের চিকিৎসকদের যাতায়াত ও করোনার নমূনা সংগ্রহের জন্য দেয়া হয়েছে যানবাহন সহায়তা। তালিকা তৈরি করে সঙ্কটে পরা নগরীর মধ্যবিত্ত পরিবারকেও রাতের বেলায় ছাত্রলীগ ও যুবলীগ কর্মীদের সহায়তায় পৌছে দেয়া হচ্ছে খাদ্য সামগ্রীর প্যাকেট।

ব্যক্তিগত উদ্যোগে আজ পর্যন্ত ৬৫ হাজার খাদ্য ব্যাগ উপহার হিসেবে আওয়ামী লীগ, সকল অঙ্গ, সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠন, শ্রমজীবী ও কর্মজীবী সংগঠন এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতায় বিতরণ করা হয়েছে।

এছাড়াও ৭০০ মেট্রিক টন খাদ্যশস্য, নগদ প্রায় ৩৫ লক্ষ টাকার আলু এবং চার লক্ষ টাকার শিশুখাদ্য ৩৩ টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলরদের মাধ্যমে প্রদান করা হয়েছে।
করোনার প্রভাবে কর্মহীন মানুষকে সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ, মানবিক সহায়তার লক্ষ্যে ৫০,০০০ ব্যক্তির তালিকা চূড়ান্ত করণ এবং বিশেষ ওএমএস কর্মসূচির মাধ্যমে ১০ টাকা মূল্যে প্রত্যেক মাসে ২০ কেজি চাল প্রদানের লক্ষ্যে ১৮ হাজার নাম চূড়ান্ত করা হয়েছে।

সিটি করপোরেশনের উদ্যোগে বিনামূল্যে টেলিমেডিসিন সুবিধা চালু করা হয়েছে।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত