৯১২৪ পরিবারে খাদ্য সহায়তা ও ৬৫ হাজার মানুষের মাঝে ইফতার দিয়েছেন মৌলভীবাজার সদর উপজেলার চেয়ারম্যান

2626

Published on মে 15, 2020
  • Details Image
  • Details Image

হটলাইনের মাধ্যমে ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছেন মৌলভীবাজার সদর উপজেলা চেয়ারম্যান মো. কামাল হোসেন। এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষে ১২ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৬৫ হাজার রোজাদারের ঘরে পৌছে দেয়া হয় ইফতার।

জানা যায়, সদর উপজেলা চেয়ারম্যান ও চেম্বার সভাপতি কামাল হোসেনের পক্ষ থেকে ১ম ধাপে মৌলভীবাজার পৌরসভার ৯ টি ওয়ার্ডে কাউন্সিলদের সমন্বয়ে প্রায় ৪৫০ টি পরিবারে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। ২য় ধাপে সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার আরো ২৭০০ পরিবারের পৌছে যায় নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর উপহার প্যাক। ৩য় ধাপে মধ্যবিত্ত ও নিন্মবিত্তের জন্য শুরু হয় “হট লাইন” সার্ভিস। হটলাইনে ফোন করে নাম ঠিকানা দিলে ঘরে পৌছে দেয়া হচ্ছে খাবার। এখন পর্যন্ত মোট ৩০০০ হাজার পরিবারে এই সেবা দেয়া হয়েছে। বিভিন্ন হাওরের ৪৭৪ জন মৎসজীবী পরিবারেও ত্রাণ প্রদান করা হয়।

এছাড়া সদর উপজেলার ১২ টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি মসজিদের ইমাম মোয়াজ্জিনসহ সকল ধর্মীয় উপাসনালয়ের ২৫০০জন পুরোহিত ও ব্রাহ্মণ্যদের জন্য খাদ্যসামগ্রীর উপহার পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।

এবিষয়ে মো. কামাল হোসেন বলেন, সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও করোনা হুমকি হয়ে দাড়িয়েছে। সরকারের পাশাপাশি আমাদের নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, এই মহামারিতে বিত্তশালীদের এগিয়ে আসতে হবে, অসহায়দের পাশে দাড়াতে হবে। আমি ধন্যবাদ জানাই দি মৌলভীবাজার চেম্বার অব কমার্সদের সকল ব্যবসায়িক নেতৃবৃন্দের এবং মৌলভীবাজারেরে বৃত্তশালীদের যাদের সহযোগিতা আমরা সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পেরেছি। আমি সবাইকে অনুরোধ করবো সরকারি স্বাস্থ্য বিধি মেনে চলুন, আতঙ্কিত না হয়ে সচেতন হোন। মনে রাখবেন আপনি বাঁচলে বেঁচে যাবে আপনার পরিবার ।

মো. কামাল হোসেন স্বাধীনতার পর মৌলভীবাজার সদর উপজেলার আওয়ামীলীগের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। বর্তমানে তিনি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছেন। এছাড়া দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৪ বারের নির্বাচিত সভাপতি তিনি। দীর্ঘদিন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। ১৯৯৩ সালে জেলা ছাত্রলীগের সভাপতি, ১৯৯৬ সালে আপার কাগাবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত