জামালপুরে বন্যার্তদের মাঝে সহায়তা দিলেন তথ্য প্রতিমন্ত্রী

1482

Published on আগস্ট 2, 2020
  • Details Image

জামালপুরের সরিষাবাড়ীতে স্থানীয় সংসদ সদস্য তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি বন্যাকবলিত পরিবার ও বন্যায় ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে প্রস্তুতকৃত খাবার, গোখাদ্য ও নগত অর্থ প্রদান করেছেন।

জাতীয় শোকের মাস পহেলা আগস্ট ঈদের দিনে পৌর এলাকার পপুলার ব্রিজ সংলগ্ন রেলওয়ে লাইনের উপরে আশ্রয় নেয়া বানভাসীদের মাঝে ও আশেপাশের বন্যাকবলিত এক হাজার পরিবারের মাঝে খিচুড়ি ও নগদ টাকা প্রদান করেন।

এ সময় তিনি বলেন, বানভাসি একজন মানুষও না খেয়ে থাকবে না। আমরা সব সময় খবর নিচ্ছি ও নিবো। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নিরন্তর ত্রাণসামগ্রী প্রদান করে আসছি।

এ সময় তিনি আরো বলেন, শোকের মাস আগস্ট শুরু হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে উপজেলা প্রশাস ও আমাদের আওয়ামীলীগের সকল নেতাকর্মী আরো দৃঢ়ভাবে কাজ করবে এবং বানভাসি সকল মানুষের সমস্যাদি আরো দ্রুত সময়ে সমাধানে প্রস্তুত থাকবে। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করিম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর সাধারণ সম্পাদক মুন্জুরুল ইসলাম বিদ্যুৎ, যুবলীগ নেতা সাখাওয়াতুল আলম মুকুল, তথ্যপ্রতিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহিদ নাইমসহ প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত