কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগ সভাপতির ত্রাণ কার্যক্রম অব্যাহত

1714

Published on সেপ্টেম্বর 7, 2020
  • Details Image

কুড়িগ্রামে জেলা আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা ইউনিট সভাপতি, জেলা পরিষদ চেয়ারম্যান সাবেক এমপি আলহাজ্ব মোঃ জাফর আলীর জেলা জুড়ে ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে। কুড়িগ্রাম জেলার ৯ উপজেলা, ৩ পৌরসভা ও ৭৩ টি ইউনিয়নে ঘুরে ঘুরে তিনি এই ত্রাণ গুলো ক্ষতিগ্রস্ত মানুষদের হাতে তুলে দিচ্ছেন। এরই অংশ হিসেবে ০২ সেপ্টেম্বর-২০২০ বুধবার কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়।

জানা যায়, ভোগডাঙ্গা ইউনিয়নে ২ শত, যাত্রাপুর ইউনিয়নে ২ শত, পাঁচগাছী ইউনিয়নে ২ শত, হলোখানা ১’শ ৬০, মোগলবাসা ১’শ, ঘোগাদহ ১’শ মোট ৯’শ ৬০ পরিবারে বন্যাকালীন ত্রাণ বিতরণ করা হয়।

প্রতি পরিবারে সাড়ে ৭ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবণ, ১ কেজি চিনি ও হাফ কেজি সুজির প্যাকেজ দেয়া হয়েছে। ভোগডাঙ্গা মডেল কলেজে ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- জননেতা আলহাজ্ব মোঃ জাফর আলী, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালেহ আহমেদ মজনু, জেলা পরিষদ সদস্য একরামুল হক, ভোগডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ ওসমান গনি, সাধারণ সম্পাদক গোলাপ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হক প্রমূখ।

এরপর বিভিন্ন ইউনিয়নে গিয়ে ত্রাণ বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান। জেলা আওয়ামী লীগের সভাপতির নেতৃত্বে ব্যক্তিগত তহবিল, জেলা পরিষদ, বাংলাদেশ আওয়ামী লীগ, রেডক্রিসেন্ট সোসাইটি সহ বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার ত্রাণ কার্যক্রম চলমান আছে। ভোগডাঙ্গায় ত্রাণ বিতরণ কালে আলহাজ্ব মোঃ জাফর আলী বলেন- জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দেশে দুর্যোগকালীন সময় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে জেলা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মী জনগণের পাশে থেকে দুর্যোগ মোকাবেলায় সহায়তা করছে। কুড়িগ্রাম জেলায় সরকারী বেসরকারি সংস্থা গুলোও জনগণের পাশে থেকে কাজ করছে। বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম জেলা ইউনিট সেই সকল সংস্থাগুলোর মধ্যে অন্যতম।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত