বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা

902

Published on জানুয়ারি 11, 2021
  • Details Image

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, জাতির জনকের আহবানে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলেও পাকহানার বাহিনী জাতির জনক বঙ্গবন্ধুকে দেশে আসতে দেয়নি। ১০ জানুয়ারী আজকের দিনে মহান নেতা বঙ্গবন্ধু দেশে ফিরেন। বাংলাদেশ আওয়ামী লীগ সহ স্বাধীনতার চেতনায় এই দিনটিকে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসাবে পালন করে আসছে।

তিনি আরো বলেন, বর্তমানে দেশে পৌরসভার নির্বাচন চলছে। আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী প্রধানমন্ত্রী পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন দিয়েছেন। আগামীদিনের পৌরসভার নির্বাচনে নৌকা পদে দলীয় মনোনয়ন দেয়া হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দলীয় লোকজন নৌকার বিরোধীতা করে বিদ্রেুাহী প্রার্থী হচ্ছেন এবং কিছু নেতাকর্মী নৌকার বিরোদ্ধে বিদোহী প্রার্থী পক্ষে কাজ করছেন। এটি দলীয় সিদ্ধানের পরিপন্থি। তিনি আওয়ামীলীগের বিপক্ষে অবস্থানকারীদের হুশিয়ারী উচ্চারন করে বলেন, যারা পৌর নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করবে তারা আওয়ামীলীগে স্থান পাবেনা। তাদেরকে আওয়ামীলীগে রাখা হবেনা। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক টাউনহল শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ১০ জানুয়ারী বিকেলে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের উদ্যোগে টাউন হল শহীদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও জেলার পিপি অ্যাডভোকেট কবির উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের পরিচালনায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। এ সময় ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, অ্যাডভোকেট সাদেক খান মিল্কি টজু, অ্যাডভোকেট ফরিদ আহমদ, অ্যাডভোকেট পিযুষ কান্তি সরকার, আলহাজ¦ মমতাজ উদ্দিন মন্তা প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনা সভায় ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন আওয়ামীলীগ সহ বিভিন্ন অ্গং ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী মিছিল সহকারে অংশ গ্রহন করেন। আলোচনা সভায় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, ড. সামীউল আলম লিটন, শরিফ হাসান অনু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আলহাজ¦ জালাল উদ্দিন খান, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রফিক, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিক, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, আওয়ামীলীগ নেতা প্রদীপ ভৌমিক, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিরন চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রেজাউল হাসান বাবু, সাংস্কৃদিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাষানী, তথ্য ও গবেষনা বিষয়ক অ্যাডভোকেট আইনুল হক, সম্মানিত সদস্য আলহাজ¦ এমদাদুল হক মন্ডল, অধ্যাপিকা তাসলিমা বেগম, জেলা শ্রমিকলীগের নেতা রাকিবুল ইসলাম শাহীন, জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটন, জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপিকা দিলরুবা সারমীন, নুর জাহান মিতু, নাহিদা ইকবাল, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, সাধারন সম্পাদক মোলাম মোস্তফা বাবুল ভিপি বাবুল, মহানগর কৃষকলীগের সহসভাপতি নুর আলী তালুকদার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি অ্যাডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, সহসভাপতি অধ্যক্ষ মিনার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক অধ্যাপক দেলোয়ার হোসেন শাহানশাহ, জেলা বিদ্যুৎ শ্রমিকলীগের সভাপতি এমদাদুল হক এমদাদ, মৎস্যজীবীলীগের আহবায়ক শহিদুল ইসলাম শহীদ, যুগ্ন আহবায়ক মনির শিকদার, তাতীলীগের আহবায়ক জুয়েল, সদস্য সচিব শেখ আমানুল ইসলাম জলিল, মহিলা শ্রমিকলীগের সভাপতি সৈয়দা রোকেয়া আফসারী শিখা, মহানগর শাখার সভাপতি আফসানা আক্তার, সাধারন সম্পাদিকা হেলেনা, ছাত্রলীগ নেতা সুজন, সাগর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত