নীলফামারীতে স্বেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

912

Published on সেপ্টেম্বর 2, 2021
  • Details Image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও ২১আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে ৩১-০৮-২০২১ইং তারিখে নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগে  এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গল বার সন্ধ্যায় জেলা শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মসুচীতে প্রধান অতিথি হিসেবে র্ভাচুয়ালী আলোচনা সভায় সংযুক্ত ছিলেন নীলফামারী-০২ আসনের মাননীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এম,পি। স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নীলফামারী জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট মমতাজুল হক,কৃষিবিদ মোঃআব্দুস সালাম সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।মুহাম্মদ আতিকুর রহমান টিটু সংগাঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।তৈহিদুর রহমান সেলিম সদস্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,রাজিবুল হাসান সদস্য বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ,আয়মুল হাসান সুমন সদস্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সদর উপজেলা সভাপতি আবুজার রহমান ও সাধারণ সম্পাদক ওয়াদুদ রহমান, পৌর সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রোকেয়া ইসলাম রুপালি।

জেলা স্বেচ্ছাসেবত লীগের আলোচনা সভা সন্চালনা করেন দীপক চক্রবর্তী সাধারন সম্পাদক নীলফামারী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। অন্যান্যের মধ্যে জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও জেলা ছাত্র লীগের সাধারন সম্পাদক মাছুদ সরকার।
অনলাইনে যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, জাতির পিতা ও তার পরিবারকে হত্যা করেও থেমে থাকেনি স্বাধীনতা বিরোধীরা। ২০০৪ সালের ২১আগষ্ট বঙ্গবন্ধু কন্যার উপর গ্রেনেড হামলা করা হয়। আল্লাহর রহমতে বেঁচে যান তিনি। কিন্তু মারা যান আইভি রহমানসহ ২৪জন নেতা কর্মী।

তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বিশ্বে বাংলাদেশ এখন একটি আলোচনার বিষয়। ষড়যন্ত্র থেমে নেই মন্তব্য করে সাংসদ নূর আরো বলেন, আমাদের সতর্ক থাকতে হবে যাতে স্বাধীনতা বিরোধীরা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে। দলকে শক্তিশালী করতে হবে, তৃণমুলে সরকারের সফলতা মানুষকে বোঝাতে হবে এমনকি মানুষকে আওয়ামীলীগে সম্পৃক্ত করতে হবে। জাতির পিতা ও তার পরিবার এবং ২১ শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত আইভি রহমানসহ সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত