মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

622

Published on সেপ্টেম্বর 21, 2021
  • Details Image

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় আগামী ৭ই অক্টোবর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ভানু লাল রায় এর সমর্থনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রস্তুতিতে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়।

সোমবার (২০শে সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকায় শহরতলীর শ্রীমঙ্গল পৌরসভার জেলা পরিষদ হল রুমে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ভানুলাল রায় এর শ্রীমঙ্গল উপজেলা পরিষদ উপ-নির্বাচনে নির্বাচনী কার্যক্রম পরিচালনার প্রস্তুতিতে বর্ধিত কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত বর্ধিত কর্মীসভায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব এর সভাপতিত্বে ও শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবাল এর সঞ্চালনায় শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন এর সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার -৩ আসনের সংসদ সদস্য নেছার আহমেদ এম.পি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ সংসদের সাবেক চিফ হুইপ ও বাংলাদেশ আওয়ামী লীগ, মৌলভীবাজার জেলা শাখার সাবেক সভাপতি এবং অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো. আব্দুস শহীদ এম.পি, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, মৌলভীবাজার জেলা কৃষক লীগের সভাপতি জমসেদ আহমদ, মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি আসাদ হোসেন মক্কু, মৌলভীবাজার জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মুজাম্মে হক রাব্বি, মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক, সৈয়দ রেজাউর রহমান সুমন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সহিদ হোসেন ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিজয় বুনার্জী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য, কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান মুজুল, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক, প্রনেস গোয়ালা, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মো. ইউসুফ আলী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু শহিদ আব্দুল্লাহ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক, তোফাজ্জল হোসেন ফয়েজ, মৌলভীবাজার জেলা শ্রমিক লীগের সভাপতি, মো.জাকারিয়া আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মো.ছালিক আহমেদ, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আলপনা সেন ববি, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলন, শ্রীমঙ্গল পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, মো. বদরুল হক, সাতগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিতারাম অমলিক, কালীঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, রাম দয়াল রায়, রাজঘাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, অসুখ বুনার্জী, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জীবন কুমার দেব, কালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুরশেদ আলী, আশিদ্রোন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহর বর্ধন ,সিন্দুর খান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আছিদ আলী, ভুনবীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুর রশীদ, মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বাবুল গাজী, শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সহ-সভাপতি সহিদুর রহমান শহিদ, শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি, আকবর হোসেন সাহীন, শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি, মসুদুর রহমান মসুদ, পৌর ছাত্রলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি, খছরুল আহমেদ কয়েছ সহ উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা নেতৃবৃন্দ সহ শ্রীমঙ্গল উপজেলা ও পৌর সকল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ,কৃষক লীগ,তাতীলীগ,সেচ্ছাসেবক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত