জামালপুরের মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

480

Published on ফেব্রুয়ারি 8, 2022
  • Details Image

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, আমরা যদি ভালো হয়ে যাই তাহলে ঘুষখোর, দুর্নীতিবাজরাও ভালো হয়ে যাবে। যদি তা না হয়, আমরা তাদের বিরুদ্ধে মামলা করবো না, মারধরও করবো না। যে অফিসার ঘুষ খায়, সেই অফিসারের রুমের সামনে স্টিকার লাগিয়ে দিবো এটা ঘুষখোরের অফিস। যে অফিসার দুর্নীতি করে তার বাড়ির সামনে স্টিকার লাগিয়ে দিবো এটা দুর্নীতিবাজের বাড়ি। তাহলে সেই বাড়ির ছেলে-মেয়েরা বাধ্য করবে বাপ-দাদার দুর্নীতি বন্ধ করতে। ঘুষখোরের বাড়ির সামনে স্টিকার লাগালে তার সন্তানরাই বাধ্য করবে বাবা তুমি আর ঘুষ খাবেনা, আমরা স্কুলে যেতে পারি না স্কুলের বন্ধুরা আমাদের তিরস্কার করে। 

সোমবার বিকালে জামালপুরের মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে মির্জা আজম এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, যেসব অফিসার সৎভাবে কাজ করে, ঘুষ খায়না, দুর্নীতি করেনা, আমার কথায় তারা কষ্ট পায় না, তারা গর্ববোধ করে। কারণ ঘুষখোর, দুর্নীতিবাজদের মুখোষ উন্মোচিত হলে এদেশের সৎ অফিসারদের মূল্যায়ন হবে, দেশের উন্নয়ন হবে। বাস্তবায়িত হবে বঙ্গবন্ধুর সোনার বাংলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত দেশ গড়ার স্বপ্ন। 

মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো: আলী জিন্নাহর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম নাদেল, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমুখ।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত