জিয়া ও খালেদা শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলো

533

Published on মার্চ 29, 2022
  • Details Image

পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, পাকিস্তানের সামরিক শাসক জেনারেল আইয়ুব খান ছাত্রদের হাতে অস্ত্র তুলে দেন। ১৯৭৫ সালের ১৫আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ওই আইয়ুবের পদাঙ্ক অনুসরণ করে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়া ছাত্রদের হাতে বই-খাতা-কলমের পরিবর্তে অস্ত্র তুলে দিয়েছিলো। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ১৯৯৫ সালের ১২ সেপ্টেম্বর শাপলা চত্ত্বরে  ছাত্রদের হাতে বই- খাতা-কলম তুলে দিয়ে বলেছিলেন ‘অস্ত্র নয় বই-কাগজ- কলমই হচ্ছে ছাত্রদের প্রকৃত হাতিয়ার।’ 

স্বাধীনতার সূর্বণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আজ সোমবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষারের শহীদ নজরুল উচ্চ বালিকা বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের করতে কাজ করে চলছেন। তিনি ক্ষমতায় এসে একটি যুগোপযোগী ও আন্তর্জাতিক মানের শিক্ষানীতি চালু করেছেন। গত ১৩ বছরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অস্ত্রের ঝনঝনানি, অস্ত্রের মহড়া ও  সেশনজট  নেই। বরং বছরের প্রথমদিনই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া শেখ হাসিনার সরকারের অনন্য কৃতিত্ব।বিনামূল্যে সম্পূর্ণ রঙ্গীন পাঠ্যপুস্তক বিতরণ বিশ্বে অনন্য দৃষ্টান্ত। তাঁর কারণেই দেশে নতুন নতুন বিশ্ববিদ্যালয় হচ্ছে। শিক্ষকদেরও মর্যাদা বৃদ্ধি করা হচ্ছে।

এনামুল হক শামীম বলেন, দেশের নারী শিক্ষা, নারী উন্নয়ন ও ক্ষমতায়নে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আমলে সরকারের উচ্চ পর্যায়  থেকে শুরু করে স্থানীয় প্রশাসন ও তৃণমূল পর্যন্ত নারীর ক্ষমতায়নের প্রসার ঘটেছে।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি পারভীন চৌধুরীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ রাশেদুজ্জামান, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক মাল, সাধারণ সম্পাদক মাস্টার হাসানুজ্জামান খোকন।  এসময় উপস্থিত ছিলেন, সখিপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার, নড়িয়া উপজেলা ভাইস-চেয়ারম্যান জাকির বেপারী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, ঘড়িষার ইউপি চেয়ারম্যান আব্দুর রব খান, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা  জোবায়দা হক অজান্তা, ছাত্রলীগের আহবায়ক আসাদুজ্জামান বিপ্লব, কলেজের আহবায়ক ইমরান খালাসী প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক  মো. নজরুল ইসলাম।

এর আগে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম নড়িয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ও পরে ঝিঝারী উপসী তারাপ্রসন্ন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত