রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

448

Published on আগস্ট 31, 2022
  • Details Image

রংপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দেড় কিলোমিটার সড়কে প্রায় সাড়ে ৫ হাজার নেতাকর্মী অংশ গ্রহণ করে এই শোক র‌্যালিতে।

মঙ্গলবার দুপুর থেকে র‌্যালিতে অংশ নিতে বিভিন্ন উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড থেকে নেতাকর্মীরা নগরীর জিলা স্কুল মাঠে আসতে শুরু করেন। পরে বেলা সাড়ে ৩টার দিকে র‌্যালিটি বের হয়ে প্রেসক্লাব চত্বর ঘুরে পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়।

শোক র‌্যালিতে হাজার হাজার নেতাকর্মীরা কালো ও সাদা পোশাকে অংশ নেন। কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে র‌্যালি শেষে পাবলিক লাইব্রেরি মাঠে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাব্বির আহমেদের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এ কে এম তানিম আহসান চপলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু। এর আগে সভা ও সমাবেশের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দীন আহমেদ।

সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষ্যে তার কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আগামী সব ষড়যন্ত্রকে মোকাবিলা এবং এই শোককে শক্তিতে রূপান্তরিত করে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বক্তারা।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত