মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রংপুর বিভাগের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছে আওয়ামী লীগ

353

Published on জানুয়ারি 18, 2023
  • Details Image

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সৈয়দপুরে বিশাল অনুষ্ঠানের মাধ্যমে রংপুর বিভাগের ৯ টি জেলার জন্য জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে ৩ হাজার করে ২৭ হাজার কম্বল বিতরণ করেছে আওয়ামী লীগ। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম

প্রধান অতিথীর বক্তব্যে ওবায়দুল কাদের বলেন "ভোট যখন আসবে দয়া করে মনে রাখবেন, এই আওয়ামী লীগ ত্রাণ দিয়েছে, এই আওয়ামী লীগ কম্বল দিয়েছে, এই আওয়ামী লীগ করোনার সময় টিকা দিয়েছে, এই আওয়ামী লীগ করোনার সময় খাদ্যসামগ্রী দিয়েছে, আপনাদের পাশে ছিল, আছে। বিএনপিকে খুঁজে পাওয়া যায় নাই। তারা যদি আসে তাদের বলবেন চলে যান ভোট দিতে পারব না।"

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন—রেলপথমন্ত্রী নুরুল ইসলাম সুজন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া।

ওই সময় উপস্থিত ছিলেন—সাবেক মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মমতাজুল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদুল মোমিন, সাধারণ সম্পাদক মহসিনুল হক, সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. মোনায়মুল হকসহ রংপুর বিভাগের আট জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, শেখ হাসিনার পক্ষ থেকে নীলফামারীসহ রংপুর বিভাগের আট জেলায় এবং রংপুর মহানগরে মোট ৩০ হাজার শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হবে। রোববার নীলফামারী জেলায় তিন হাজার কম্বল বিতরণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হলো।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত