জয়পুরহাট আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস পালন

492

Published on জানুয়ারি 10, 2022
  • Details Image

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তণ দিবস উপলক্ষে আজ সোমবার জয়পুরহাট জেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি পালন করেছে। 

এ উপলক্ষে জেলা আওয়ামী-লীগ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়াও শহীদ ডা: আবুল কাশেম ময়দানে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে জেলা আওয়ামী-লীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে  একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে এবং শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এসে শেষ হয়। এখানে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তণ দিবস  উপলক্ষে আয়োজিত  এক আলোচনা সভার জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট সভাপতিত্ব করেন।

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তণের নানা দিক তুলে ধরে এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে বক্তব্য রাখেন জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মন্ডল, সহসভাপতি রাজা চৌধুরী, গোলাম হক্কানী, শেখর মজুমদার, গোলাম মস্তোফা, জহুরুল ইসলাম প্রমূখ। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে এক সাগর রক্তের বিনিময়ে বিজয় অর্জনের পর  ১৯৭২ সালের  ১০ জানুয়ারি পাকিস্তানে দীর্ঘ কারাবাস শেষে স্বাধীন দেশের মাটিতে ফিরে আসেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালী জাতির ইতিহাসে বঙ্গবন্ধু এ স্বদেশ প্রত্যাবর্তণ দিবসটি একটি তাৎপর্যপূর্ণ এক অনন্য দিন। 

Live TV

আপনার জন্য প্রস্তাবিত