জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবসে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির বিশেষ ওয়েবিনার আগামীকাল

1327

Published on আগস্ট 8, 2021
  • Details Image

জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির উদ্যোগে ও সিআরআই এর সহযোগিতায় "বাংলাদেশের জ্বালানী নিরাপত্তায় বঙ্গবন্ধুর অবদানঃ বর্তমান প্রেক্ষিত এবং ভবিষ্যৎ পরিকল্পনা" শীর্ষক এক বিশেষ ওয়েবিনারের আয়োজন করা হয়েছে। সোমবার (৯ আগস্ট) সকাল ১১ টায় এ ওয়েবিনারটি অনুষ্ঠিত হবে। ওয়েবিনারটি বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে লাইভ সম্প্রচারিত হবে।

বিশেষ এ ওয়েবিনারটিতে প্রধান অতিথি হিসেবে যুক্ত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, এমপি।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভুইয়া। আলোচক হিসেবে যুক্ত থাকবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল,
বাংলাদেশ আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. সেলিম মাহমুদ এবং গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী বেগম রুখসানা নাজমা ইসহাক।

ওয়েবিনার অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটি সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ আবদুস সবুর। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটি চেয়ারম্যান অধ্যাপক ড. হোসেন মনসুর।

এ বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানই দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করেছিলেন। ১৯৭৫ সালে ৯ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৫টি গ্যাস ক্ষেত্র (তিতাস, বাখরাবাদ, হবিগঞ্জ, রশিদপুর ও কৈলাশটিলা) নামমাত্র মূলে বিদেশি কোম্পানির কাছ থেকে কিনে নিয়েছিলেন। যার মূল্য নির্ধারণ করা হয়েছিলো মাত্র ৪.৫ মিলিয়ন পাউন্ড। যার উপর ভিত্তি করেই এখন দাঁড়িয়ে আছে দেশের জ্বালানি খাত। বঙ্গবন্ধুর এই সুদূরপ্রসারী পদক্ষেপের জন্যই আমরা এখনো কম মূল্যে জ্বালানি ব্যবহার করতে পারছি।

Live TV

আপনার জন্য প্রস্তাবিত