বাংলাদেশ কেন এগিয়ে চলেছে?: কৌশিক বসু

সাম্প্রতিক বছরে বাংলাদেশ সাফল্যবহুল আলোচিত। অনেকের কাছে এশিয়ার এ দেশটির আর্থ-সামাজিক উন্নয়নের ঘটনা রীতিমতো গল্প, কেউবা বলেন বিস্ময়কর ও অভাবনীয়। এক সময়ে দেশটি পাকিস্তানের অংশ ছিল। ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পরও দেশটিকে দরিদ্রতম দেশগুলোর সারিতে ফেলে রাখা হতো। অর্থনৈতিক বাস্কেট কেস হিসেবে দেশটির বদনাম ছিল, দারিদ্র্য ও দুর্ভিক্ষ যাদের নিত্যসঙ্গী। ২০০৬ সাল পর্যন্ত দেশটি...