2783
Published on 30th জুন 2021 21:41সকল দলই ধর্ম নিয়ে ব্যবসা করে - মুসলমানদের পাশে দাঁড়ায় শুধুমাত্র শেখ হাসিনা
ইসলামের প্রচার, অনেক আলেমের মতে এটি ফরজে আইন। সেই ফরজে আইন পালনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগগুলো নিয়েছেন তা সকলের জানা প্রয়োজন। কারন মহান আল্লাহ বলেছেন, "যে বান্দার শুকরিয়া আদায় করে না, সে আমার শুকরিয়া আদায় করতে পারেনা।" বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন, কাকরাইল জামে মসজিদ ও ইজতেমা মাঠের জন্য জায়গা দিয়েছিলেন, মাদ্রাসা বোর্ড পুনর্গঠন করেছেন, আজ তাঁর মেয়ে দৃঢ়তার সাথে পিতার অসমাপ্ত কাজ সম্পন্ন করছেন। সারাদেশের প্রতিটি উপজেলায় মডেল মসজিদ নির্মাণে অর্থায়ন করার কথা দিয়ে সৌদি সরকার কথা না রাখলেও প্রধানমন্ত্রী নিজস্ব অর্থায়নে মসজিদগুলো নির্মান করছেন। একেকটি মসজিদকে একেকটি ইসলামিক রিসার্চ সেন্টার হিসেবে গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে এগিয়ে চলছে নির্মাণ কাজ। ইসলামভিত্তিক গণশিক্ষায় ও অবদান রেখে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে শিক্ষকেরা মাত্র ১২০০ টাকা বেতন পেত সেটিকে ৪ গুণের বেশি বৃদ্ধি করে ৫ হাজার টাকায় উন্নীত করেছেন। প্রতিটি মসজিদে মসজিদভিত্তিক গনশিক্ষা কার্যক্রম চালু করার জন্য ৩২০০ কোটি টাকার প্রকল্প হাতে নিয়েছে তাঁর সরকার যাতে দেশের অনেক আলেম-ওলামার কর্মসংস্থান হবে।