চীনের কুনমিং-এর ইউনান প্রদেশের গভর্নর কিন গুয়াংরং বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য তাঁর প্রাদেশিক সরকারের উদ্যোগ গ্রহণের বিষয়ে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্বাস প্রদান করেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ তার সমৃদ্ধি ও অগ্রগ্রতির ক্ষেত্রে চীনকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে পেতে চায়। তিনি চীনের ব্যবসায়ী, বাণিজ্য ও শিল্প নেতৃবৃন্দকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন এবং এ প্রেক্ষিতে প্রথমেই তিনি বিনিয়োগের বাস্তব পরিস্থিতি তাদের কাছে তুলে ধরেছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-চীন-ভারত-মায়ানমার (বিসিআইএম) করিডোর বাস্তবায়ন প্রক্রিয়া দ্রুততর করার আহ্বান জানিয়ে বলেছেন, এতে এ অঞ্চলের সব দেশ লাভবান হবে।
রূপকল্প ২০২১ বাস্তবায়ন, অংশীদারিত্বের ভিত্তিতে একটি প্রযুক্তিনির্ভর সুখী সমৃদ্ধ ও কল্যাণকামী মধ্যম আয়ের দেশ গঠনের প্রক্রিয়া আরো জোরদার ও উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে ২০১৪-১৫ অর্থবছরের জন্য ২ লাখ ৫০ হাজার ৫০ ৬ কোটি টাকার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। আজ জাতীয সংসদে অর্থমন্ত্রী এ বাজেট পেশ করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় উন্নত দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে বিশ্ববাসীকে আরও সোচ্চার হতে হবে। কারণ বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের কোন ভূমিকা নেই। অথচ এ দেশটিই মারাত্মক নেতিবাচক প্রভাবের শিকার হচ্ছে।