তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশের রপ্তানি আয় এক বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবেঃ জয়

466

Published on মে 19, 2014
  • Details Image

বাংলাদেশে অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে গত শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় সিলিকন ভ্যালিতে ইউএস-বাংলাদেশ টেক ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশে তথ্যপ্রযুক্তি শিল্পের ওপর একটি প্রেজেনটেশন উপস্থাপনকালে তিনি একথা বলেন।

জয় বলেন, 'গত পাঁচ বছরে বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের রূপকল্প তথ্যপ্রযুক্তি শিল্পের রপ্তানি ২৪ মিলিয়ন থেকে ২০০ মিলিয়নে নিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং আমরা বিশ্বাস করি, আগামী পাঁচ বছরে রপ্তানি আয় এক বিলিয়ন ছাড়িয়ে যাবে।' তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকল্প দেশের তথ্যপ্রযুক্তি অবকাঠামো, ইন্টারনেট সেবা, নাগরিক সেবা তথ্যনির্ভর শিক্ষা ব্যবস্থা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা করেন।

এই সভার অন্যান্য বক্তাদের মতে বিশ্বের তথ্যপ্রযুক্তি শিল্পে বিনিয়োগের অন্যতম গন্তব্য হবে বাংলাদেশ। বন্ধুত্বপূর্ণ বৈদেশিক বিনিয়োগের পরিবেশ বাংলাদেশকে বিশ্বের পরবর্তী তথ্যপ্রযুক্তি কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন এ খাতের উদ্যোক্তারা।


সামিটে বিশ্বের ৫০টি দেশ থেকে চার হাজার জ্যেষ্ঠ প্রযুক্তি পেশাদার এবং ১২০টির বেশি প্রতিষ্ঠানের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি শিল্পে আমেরিকার সম্ভব্য বিনিয়োগকারী এবং অংশীদারদের সঙ্গে মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, বেসিস সভাপতি শামীম আহসান, অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. খন্দকার বজলুল হক, টাই গ্লোবালের প্রধান নির্বাহী পি কে আগারওয়াল, বেসিস মহাসচিব রাসেল টি আহমেদ, এলেন এম চু কনগ্রেসনাল এইড, ইউ এস রিপ্রেজেন্টেটিভ অব কংগ্রেসম্যান মিচেল হোন্ডা, টাই সিলিকন ভ্যালির প্রতিনিধি রাজদেশাই এবং ফরহাদ আলী।

প্রতিমন্ত্রী পলক বলেন, 'বাংলাদেশের সরকার তথ্যপ্রযুক্তি দেশের আর্থসামাজিক পরিবর্তন এবং উন্নয়নে প্রধান সঞ্চালক হিসেবে কাজ করছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান লক্ষ্য, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য নীতিনির্ধারণী, কারিগরি সহায়তা, সার্বিক সমন্বয়, সহায়তা এবং আইন ও নীতিনির্ধারণী লক্ষ্য বাস্তবায়ন করা।'

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত