জেলখানার চিঠি: পিতা-পুত্রের কথোপকথন

বিচারপতি ওবায়দুল হাসান: আজ দু’টি চিঠি নিয়ে কিছু কথা বলব। সহজ ভাবনার কথা। একটি চিঠি জেলখানা থেকে লেখা। অপরটি বাড়ি থেকে জেলখানায় এক কারাবন্দীর নিকট লেখা। না, এটা নাজিম হিকমতের সেই বিখ্যাত কবিতা নয় বা সে সম্পর্কিত কোন লেখাও নয়। বাস্তবে পিতা ও পুত্রের লেখা দু’টি চিঠিই আজকের উপজীব্য। একটি চিঠি ছেলে লিখেছিলেন বাবার কাছে। এর চার বছর পরে ছেলেকে সা...