টুকরো কথার সামান্য ইতিকথা

কাজী রোজীঃ ১৯৬৫ সাল, তোমার সাথে আমার সখ্যকাল। গভ. ইন্টারমিডিয়েট গার্লস কলেজ, কত কত বসন্ত চলে গেছে, বৈশাখ চলে গেছে, ছুঁয়ে গেছে রাজনীতির ঢেউ। বদলেছে দেশ কাল সময়ের প্রেক্ষাপট। প্রায় প্রায়ই সাক্ষাৎ হয়েছে আমাদের হয়েছে কুশলবিনিময়। ভাব আর ভালোবাসার উচ্চারণগুলো এবং নান্দনিক শব্দগুলো কলেজের সীমানার কৃষ্ণচূড়ার ডালে আজও আছে অম্লান স্মৃতিময় বিশ্বাস ছুঁয়ে। বন্ধু, বেশিদিন আ...