এটা রাজনীতি নয়, গণহত্যাঃ ঢাকা মেডিকেল কলেজে প্রধানমন্ত্রী

565

Published on ডিসেম্বর 1, 2013
  • Details Image


প্রধানমন্ত্রী আজ ঢকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে বিরোধী দলের হরতাল ও অবরোধ সমর্থকদের দেয়া আগুনে পুড়ে গুরুতরভাবে আহতদের দেখার পর এ মন্তব্য করেন। তিনি বলেন, ‘জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা বিরোধী দলীয় নেতার কাজ এবং আমি বেগম খালেদা জিয়াকে বলতে চাই এ ধরনের খেলা বন্ধ করুন।’
নিরীহ মানুষের উপর এই ঘৃণ্য হামলার তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানি দখলদার বাহিনী যেভাবে গণহত্যা চালিয়েছিল বিএনপি ক্যাডাররা সেভাবেই মানুষ হত্যা করছে এবং জামায়াত-শিবির হচ্ছে তাদের দোসর।
এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে সতর্ক করে দিয়ে তিনি বলেন, সরকার এমন কর্মকান্ড আর সহ্য করবে না। ‘বিরোধী দলীয় নেতা এসি রুমে বসে থাকবেন এবং মানুষ হত্যার নির্দেশ দেবেন, আমরা তা বরদাশত করবো না।’
তিনি বলেন, এ ধরনের অপরাধের জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, হরতাল ও অবরোধ কর্মসূচি চলাকালে বিরোধীদলীয় কর্মিদের অগ্নি সংযোগের ঘটনায় নারী ও শিশুসহ এ পর্যন্ত ৫১ জন অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হয়েছে। এদের মধ্যে নয় জন গুরুতর আহতাবস্থায় মারা গেছেন এবং সাতজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। বাকি ৩৭ জন এখনো চিকিৎসাধীন আছেন।
প্রধানমন্ত্রী প্রত্যেক আহত ব্যক্তির জরুরী প্রয়োজন মেটানোর জন্য দশ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। তিনি অসহায় রোগীদের জীবন বাঁচাতে অক্লান্ত পরিশ্রম করার জন্য ইউনিটের ডাক্তারদের ধন্যবাদ জানান।
শেখ হাসিনা বলেন, হরতাল ও অবরোধ ডেকে বিরোধীদলীয় নেতা তাঁর শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বিলাসবহুল জীবন যাপন করছেন। অথচ সাধারন মানুষকে তাদের অশুভ রাজনীতির শিকারে পরিনত করছেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত