গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়ার কোন ইচ্ছা আওয়ামী লীগের নেইঃ প্রধানমন্ত্রী

612

Published on ডিসেম্বর 5, 2013
  • Details Image


তিনি বলেন, ক্ষমতায় আসার পর বর্তমান সরকার সন্ত্রাসবাদ ও জঙ্গীবাদ কঠোর হাতে দমনের মাধ্যমে দেশকে এই কলংক থেকে মুক্ত করেছে।প্রধানমন্ত্রী এ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি দারিদ্র্য ও দুর্নীতি নির্মূলে তাঁর প্রচেষ্টা বিস্তারিত তুলে ধরেন।তিনি বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক সাফল্যের জন্য বাংলাদেশ এখন আন্তর্জাতিক অঙ্গনে একটি রোল মডেল হিসেবে স্বীকৃতি লাভ করেছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সম্প্রতি প্রকাশিত সূচকের উদ্ধৃতি দিয়ে শেখ হাসিনা বলেন, ওই সূচকেই প্রমাণিত হয়েছে বাংলাদেশে দুর্নীতি ব্যাপকভাবে হ্রাস পেয়েছে।তিনি বলেন, ‘কিন্তু দেশের একশ্রেণীর লোকেরা এ কথা মানতে চায় না।’ আন্দোলনের নামে দেশব্যাপী হত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের জন্য বিরোধীদলের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, লোকজনকে পুড়িয়ে মারা এবং সরকারি ও বেসরকারি সম্পত্তিতে হামলা ও অগ্নিসংযোগ কী ধরনের রাজনীতি?তিনি বলেন, ‘বিরোধীদলের এ ধরনের রাজনীতি আমি বুঝি না। জনগণও বুঝতে পারছে না।
জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ চিরতরে নির্মূলের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, বিগত বিএনিিপ-জামায়াত সরকারের আমলে বাংলাদেশ সন্ত্রাসী ও জঙ্গীবাদের নিরাপদ স্বর্গ হিসেবে স্বীকৃতি লাভ করেছিলো।

আন্দোলনের নামে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টির জন্য বিএনপি-জামায়াতের সমালোচনা করে তরিকত ফেডারেশন নেতৃবৃন্দ বলেন, সাধারণ নাগরিকরা বিএনপি-জামায়াতের আন্দোলনে সাড়া দিচ্ছে না।

তারা বলেন, বিএনপি নেতার তথাকথিত এই আন্দোলনে কেবলমাত্র জামায়াত-শিবিরের ক্যাডারদের সঙ্গে সন্ত্রাসী ও জঙ্গীরাই অংশ নিচ্ছে। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন দেশের শান্তিকামী ও গণতন্ত্রপ্রিয় মানুষ।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত