প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করলেন প্রখ্যাত সুরকার এ আর রহমান

524

Published on মার্চ 11, 2014
  • Details Image

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল এ কথা জানান। এসময় শেখ হাসিনার সঙ্গে তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপ্পি সিদ্দিক উপস্থিত ছিলেন।
এ সময় প্রধানমন্ত্রী এ আর রহমানের সংগীত নিয়ে আলোচনা করেন এবং তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেন। প্রধানমন্ত্রী উপমহাদেশের সমৃদ্ধ সংগীতকে নতুন করে বিশ্ববাসীর কাছে তুলে ধরার জন্য এ অস্কারজয়ী শিল্পীকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, এ আর রহমান আজ বেলা দুইটার দিকে ভারতের চেন্নাই থেকে ঢাকায় আসেন। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান ব্লুজ কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরহাদুল ইসলাম। বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি একটি পাঁচতারকা হোটেলে নিয়ে যাওয়া হয়।
এ আর রহমান কাল বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিসিবি সেলিব্রেশন কনসার্টে গান গাইবেন। তাঁর সঙ্গে এসেছে ১৩০ জনের একটি দল।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত