৭ই মার্চের ভাষণ স্বাধীনতার সংগ্রামে বাঙালি জাতিকে সাহস যুগিয়েছেঃ প্রধানমন্ত্রী

518

Published on মার্চ 15, 2014
  • Details Image



স্বাধীনতার বিরোধী শক্তি যতই সক্রিয় থাকুক, সব বাধা অতিক্রম করে আমাদের এগিয়ে যেতে হবে অর্থনৈতিক মুক্তি অর্জনের জন্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতা এনে দিয়েছেন। আমরা তার অর্থনৈতিক মুক্তি এনে দেবো। ইনশাল্লাহ, আমরা পারবো!‍ কেউ আমাদের ‘দাবায়ে’ রাখতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।
আজ “৭ই মার্চের ভাষণঃ বিশ্ব-ইতিহাসে স্বাধীনতার শ্রেষ্ঠ ভাষণ” শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশনে এই সেমিনার আয়োজিত হয়।
প্রধানমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু নিজের কথা না ভেবে বাঙ্গালির মুক্তির আদর্শ নিয়েই এগিয়েছেন। তিনি অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন আর সমগ্র জাতি তাঁর কথা স্বতঃস্ফূর্তভাবে পালন করেছে।’
প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের এই ভাষণের কথা মর্মে উপলদ্ধি করার আহবান জানিয়েছেন।
অনুষ্ঠানের শুরুতেই বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করে। এরপর সকল ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।
অনুষ্ঠানে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রদর্শন করা হয়।
সেমিনারে প্রবন্ধ পাঠ করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অনুপম সেন। স্বাগত বক্তব্য রাখেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সদস্য সচিব শেখ হাফিজুর রহমান।
প্রবন্ধের আলোচকদের মধ্যে ছিলেন প্রখ্যাত কথা সাহিত্যিক সেলিনা হোসেন এবং বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ এর পরিচালক অধ্যাপক শহীদুল ইসলাম। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের প্রধান নির্বাহী পরিচালক মাশুরা হোসেন সভায় উপস্থিতদের উদ্দেশ্যে ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান এবং বঙ্গবন্ধু জাদুঘর কমিটির পরিচালক অধ্যাপক সালাহউদ্দিন আহমেদ।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত