অভিনেতা খলিলের আজীবন চিকিৎসার ভার নিলেন প্রধানমন্ত্রী

506

Published on মে 10, 2014
  • Details Image

তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১২ প্রদান অনুষ্ঠানে ঘোষণা দিয়ে বলেন, ‘আমি আজীবনের জন্য খলিল উল্লাহ খানের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করছি’।

এর আগে এই বিশিষ্ট অভিনেতা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে চলচ্চিত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ আজীবন সম্মাননা গ্রহণ করেন।

সম্মাননা গ্রহণের পর এ শক্তিমান অভিনেতা শ্রোতাদের উদ্দেশে তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, সারাজীবন আমি কারো কাছ থেকে কখনই কিছু গ্রহণ করিনি। অসুস্থ হওয়ার পর চিকিৎসার অর্থ যোগাতে আমাকে সংগ্রাম করতে হচ্ছে। তবে চলচ্চিত্র শিল্পী সমিতি চিকিৎসার জন্য ২ লাখ টাকা দিয়েছে। তিনি বলেন, আমার সন্তানরা যতটুকু পারছে চিকিৎসা করাচ্ছে। তবে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

অভিনেতা খলিলের রোগ-ভোগের এবং দুর্দশার কথা শুনে শেখ হাসিনা তাঁর চিকিৎসার দায়িত্ব নেয়ার ঘোষণা দিলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র করতালিতে মুখর হয়ে ওঠে ।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘যারা চলচ্চিত্রে আমাদের জীবনের প্রতিচ্ছবি দেখান ও আমাদের বিনোদন দেন, তারাই জীবন সায়াহ্নে এসে অমানবিক জীবন-যাপন করেন, যা খুবই অনুশোচনীয়’।

তিনি বলেন, তাঁর সরকার দুস্থ শিল্পীদের জন্য তথ্য মন্ত্রণালয়ের অধীন একটি আর্থিক সহায়তা ফান্ড করেছে। এর মাধ্যমে অসুস্থ ও অস্বচ্ছল শিল্পীদের সহায়তা দিয়ে যাচ্ছেন।

পরে প্রধানমন্ত্রী পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের সঙ্গে ছবি তোলেন এবং তাদের খোঁজ-খবর নেন।
সুত্রঃ বাসস

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত