চীনের সঙ্গে বাংলাদেশের চার সামরিক চুক্তি স্বাক্ষর

518

Published on মে 13, 2014
  • Details Image

সফররত চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান জেনারেল জু কুইলিয়াংয়ের উপস্থিতিতে সোমবার এসব চুক্তি সই হয়।

বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং সশস্ত্র বাহিনী পরিচালিত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের সঙ্গে চুক্তিগুলো হয়েছে। এছাড়া বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে একটি ভাষা গবেষণা কেন্দ্র গড়ে তুলতেও সহযোগিতা করবে তারা। এসবের জন্য চীনের সেনাবাহিনীকে কোনো অর্থ দিতে হবে না।

প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক,সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, নৌবাহিনীর প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব, বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্ট্যাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষরের আগে চীনা সামরিক প্রতিনিধি দলের সদস্যরা বাংলাদেশের উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন।

চার দশক আগে চীনের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক গড়ে ওঠার সঙ্গে সঙ্গে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যেও সম্পর্ক তৈরি হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী ২০১৫ সাল নাগাদ বাংলাদেশ নৌবাহিনীতে দুটি চীনা সাবমেরিন যুক্ত হবে।

চীন থেকে আনা আবু বকর ও আলী হায়দার নামে দুটি নতুন ফ্রিগেট গত মার্চে নৌবাহিনীতে যুক্ত হয়েছে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত