পদ্মা সেতু নির্মানের দায়িত্ব পেয়েছে চীনা প্রতিষ্ঠান

437

Published on মে 19, 2014
  • Details Image

যোগাযোগমন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণের কাজ পেয়েছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আগামী তিন সপ্তাহের মধ্যে ক্রয় কমিটি পদ্মা সেতু নির্মাণের জন্য চায়না ব্রিজকে কার্যাদেশ দেবে। ২০১৭ সালের ডিসেম্বর অথবা ২০১৮ সালের প্রথমদিকে সেতুর নির্মাণকাজ শেষ হবে।

পরামর্শক প্রতিষ্ঠান ও স্থানীয় কারিগরি কমিটির পরীক্ষা-নিরীক্ষায় চায়না মেজর ব্রিজ অ্যান্ড কোম্পানি লিমিটেড নির্বাচিত হয়েছে। তিন সপ্তাহের মধ্যে ক্রয় কমিটির অনুমোদন সাপেক্ষে মূল পদ্মা সেতুর কার্যাদেশ দেয়া হবে।

আগস্টে নদী শাসনের কার্যাদেশ দেয়া হবে। ২০১৭ সালের শেষে বা ২০১৮ সালের প্রথমদিকে অর্থাৎ বর্তমান আওয়ামী লীগ সরকারের মেয়াদেই পদ্মা সেতুর মূল কাজ শেষ হবে। এই সেতুর নির্মান সম্পন্ন হলে দেশের জিডিপি ১.২ শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত