বাংলাদেশের মাথাপিছু আয় ১১৮০ ডলারে দাঁড়িয়েছে

472

Published on মে 21, 2014
  • Details Image

সভায় জানানো হয়, নিকট অতীতে সহিংস রাজনীতি থাকা সাত্ত্বেও এডিপি’র বাস্তবায়ন হার ৫৫ ভাগ। সভায় আরও জানানো হয় বাংলাদেশের অর্থনীতি কয়েকটি অর্থনীতির মধ্যে একটির যে গত পাঁচ বছর ৬ ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জন করেছে। এ বছর জিডিপি’র প্রবৃদ্ধির হার ৬.১২ শতাংশ।

পরিকল্পনামন্ত্রী বলেন, দেশের মাথাপিছু আয় ১ হাজার ১৮০ মার্কিন ডলার, যা গত বছর ছিল ১ হাজার ৪৪ মার্কিন ডলার। আগামী ২০২১ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতির ব্যাপক অর্জন হবে।

প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, ডাক, টেলিযোগাযোগও তথ্য ও যোগাযোগ প্রযুক্তিমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সভাশেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘একনেক’ পাস হওয়া ৪ টি প্রকল্প নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং-এ মিলিত হন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত