বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহের জন্য শেভরনের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

402

Published on জুলাই 9, 2014
  • Details Image

শেভরনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জয় জনসন আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি কার্যালয়ে সাক্ষাৎকালে তিনি এ অনুরোধ জানান।

প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারী এ কে এম শামীম চৌধুরী বৈঠকে সাংবাদিকদের জানান, বিবিয়ানা প্রকল্পের গ্যাসে ১,১১৭ মেগাওয়াটের তিনটি বিদ্যুৎ প্রকল্প পরিচালিত হবে।

তিনি বলেন, এই তিনটি বিদ্যুৎ প্রকল্পের একটি চলতি বছরে চালু হবে।

শেভরনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট দ্বিতীয় দফায় সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান। বাংলাদেশের উন্নয়নে শেভরনের অবদান অব্যাহত থাকবে বলে তিনি প্রধানমন্ত্রীকে আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী, মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, এ্যাম্বাসেডর এট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. আবুল কালাম আজাদ এবং প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারী এ কে এম শামীম চৌধুরী উপস্থিত ছিলেন।

পরে প্রধান তথ্য কমিশনার মোহম্মদ ফারুক প্রধানমন্ত্রীর কাছে কমিশনের ২০১৩ সালের বার্ষিক প্রতিবেদন হস্তান্তর করেন। এ সময় প্রধান তথ্য কমিশনার কমিশনের কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, তথ্য কমিশন প্রতিষ্ঠার পর তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত হয়েছে। এতে ভবিষ্যতে জনগণের সকল প্রকার অধিকার নিশ্চিত করতে সহায়ক হবে।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত