কম খরচে এনার্জি সলিউশনের জন্য আন্তর্জাতিক মানের গবেষণাগার স্থাপনে যুক্তরাজ্যের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

451

Published on জুলাই 22, 2014
  • Details Image

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গার্ল সামিট সম্মেলনে যোগদানের পূর্বে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড সোয়েইন’র সঙ্গে ওয়ালওর্থ একাডেমীর সভাকক্ষে এক বৈঠকে এ আহবান জানান।

বৈঠকে ডেসমন্ড সোয়েইন সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) অর্জনে বাংলাদেশের ক্রমাগত সাফল্যের প্রশংসা করেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

ব্রিটেনের প্রতিমন্ত্রী নারী উন্নয়ন, কন্যা শিশু শিক্ষা ও দারিদ্র দূরিকরনে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ডিএফআইডি)’র সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

ডেসমন্ড সোয়েইন প্রথমবারের মত ব্রিটিশ প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে অভিনন্দন জানান।

ডিএফআইডি দ্বিতীয় বৃহত্তম আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী হওয়ায় জন্যও শেখ হাসিনা বিট্রিশ প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এর আগে শেখ হাসিনা ইউনিসেফের নির্বাহী পরিচালক এন্থনি লেক-এর সংগে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ল সামিটে যোগদানের জন্য তিন দিনের সফরে এখন লন্ডনে অবস্থান করছেন। সকালে তিনি এখানে ১০ নং ডাউনিং স্ট্রিটে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

বৈঠকে ডেভিড ক্যামেরন বাংলাদেশের অর্থনীতি এবং সামাজিক ও নারী উন্নয়নে বাংলাদেশের অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন এবং শেখ হাসিনার সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত