দেশে বিনিয়োগ বাড়াতে প্রবাসীদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

445

Published on জুলাই 23, 2014
  • Details Image

তিনি বলেন, ‘আমাদের সরকার দেশী ও বিদেশী উদ্যোক্তাদের বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি করেছে।’

মঙ্গলবার দুপুরের পর পাঁচ সদস্যবিশিষ্ট সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর হোটেলে সাক্ষাত করতে এলে তিনি এ আহ্বান জানান।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী ও পররাষ্ট্র সচিব যৌথভাবে সাংবাদিকদের ব্রিফিং করেন।

সমুদ্রসীমা নির্ধারণ মামলায় বিজয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এটি বাংলাদেশে জ্বালানি খাতে বিনিয়োগের সুযোগ সৃষ্টি করেছে। ‘ব্রিটিশ কোম্পানি এ খাতে বিনিয়োগ করতে পারে।’

যুদ্ধাপরাধীদের বিচারকে বাধাগ্রস্ত করার জন্য এ বছরের জানুয়ারি পর্যন্ত বিএনপি-জামায়াতের সহিংসতামূলক কর্মকাণ্ডের উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তাঁর সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, নারীশিক্ষা ও নারীর উন্নয়নে শেখ হাসিনার ব্যাপক ভূমিকার জন্য তাঁর ভূয়সী প্রশংসা করেন।

প্রতিনিধিদলের সদস্য বারোনেস পলা মঞ্জিলা উদ্দিন ১৯৭১ সালে পাকিস্তানি দখলদার বাহিনীর নৃশংসতার আরো প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত