তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নরওয়ের বিনিয়োগ আহবান প্রধানমন্ত্রীর

477

Published on সেপ্টেম্বর 23, 2014
  • Details Image

আজ বিকেলে জাতিসংঘ সদর দফতরের দ্বিপক্ষীয় কক্ষ নরওয়ের প্রধানমন্ত্রী এমা সলবার্গের সঙ্গে বৈঠককালে শেখ হাসিনা এই অনুরোধ জানান।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর মিডিয়া উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী এ ব্যাপারে সাংবাদিকদের অবহিত করেন।

তিনি বলেন, দুই নেতা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেছেন।

নরওয়ের প্রধানমন্ত্রী আইসিটি খাতে বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে বিভিন্ন ক্ষেত্রের ডিজিটালাইজেশনে বাংলাদেশে অসামান্য উন্নতির উচ্ছৃসিত প্রশংসা করেন।

এ প্রসঙ্গে শেখ হাসিনা আইসিটি খাতে উন্নয়ন দেখার জন্য নরওয়ের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

শেখ হাসিনা বলেন, ‘গত সাড়ে পাঁচ বছরে বাংলাদেশের আইসিটি খাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা আপনি স্বচক্ষে দেখতে পারেন।’

নরওয়ের প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বাংলাদেশের অগ্রগতিরও প্রশংসা করেন।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত