বাংলাদেশে স্থিতিশীল পরিস্থিতি বজায় রাখায় প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন জাতিসংঘ মহাসচিব

373

Published on সেপ্টেম্বর 27, 2014
  • Details Image

তিনি আশা প্রকাশ করেন যে, এই স্থিতিশীলতার পথেই বাংলাদেশের অগ্রগতি অব্যাহত থাকবে।

আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সংস্থার সদর দফতরে তার স্যুটে সাক্ষাৎ করতে তিনি এ প্রশংসা করেন।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর গণমাধ্যম উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, অত্যন্ত আন্তরিকতাপূর্ণ পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান বান কি মুন।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের অবদানেরও প্রশংসা করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রতি জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে আরো হেলিকপ্টার পাঠানোর অনুরোধ জানান।

এর জবাবে শেখ হাসিনা বলেন, ‘আমরা আরো হেলিকপ্টার পাঠানোর চেষ্টা করবো।’

শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক অর্জনের প্রশংসা করে বান কি মুন বলেন, ‘শিক্ষা উন্নয়নের চাবি।’

তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের বিভিন্ন অধিবেশনে প্রধানমন্ত্রী ও অন্যান্য সদস্যসহ বাংলাদেশ প্রতিনিধি দলের আন্তরিক অংশগ্রহণেরও প্রশংসা করেন।

প্রধানমন্ত্রী জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৪০তম বার্ষিকীর কর্মসূচি সফল করার জন্য জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান।

বৈঠককালে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।

-বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত