এডিবির জরিপে প্রকাশ দেশের অর্থনীতি দ্রুত গতিতে বাড়ছে

524

Published on সেপ্টেম্বর 29, 2014
  • Details Image

এডিবির এই আপডেট রিপোর্টে ভবিষ্যদ্বাণী করা হয়েছে যে দেশের সাধারণ আভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপি বৃদ্ধি পেয়ে ৬.৪ শতাংশ হতে যাচ্ছে যা আগের বছরে ছিল মাত্র ৬.১ শতাংশ। রিপোর্টে দেখা গিয়েছে উদ্বৃত্ত এবং মুদ্রাস্ফিতিও এই লক্ষ্যের মধ্যেই থাকছে, যাতে আপাতদৃষ্টে বলা যায় যে আওয়ামী লীগের অধীনে সরকারের উদ্যোগগুলো সঠিক পথেই আছে যা দেশকে একটি মধ্য আয়ের দেশে পরিণত করবে।

বাংলাদেশ গার্মেন্টস রপ্তানিতে একটি প্রধানতম দেশ হিসেবে, প্রধান কারণ সরকারের এই ব্যাপারে গৃহীত বিভিন্ন বলিষ্ঠ উদ্যোগ যার ফলে মজুরি, কাজের পরিবেশ, শ্রমিক অধিকার এবং নিরাপত্তা মান সাম্প্রতিক বছরগুলোতে উন্নত হয়ে চলেছে।

এডিবি দেখিয়েছে এই অর্থ বছরে শিল্প বৃদ্ধি ঘটবে ৯.২ শতাংশ, যা আগের বছরে ছিল ৮.৪ শতাংশ, কারণ হিসেবে দেখা গিয়েছে বর্ধিত রপ্তানি এবং জোরদার আভ্যন্তরীণ চাহিদা। সেবা খাতও আশা করা হচ্ছে ৫.৯ শতাংশ বৃদ্ধি পাবে। এডিবির রিপোর্ট বলছে, অব্যাহত পলিসি সহায়তার ফলে কৃষির বৃদ্ধি হয়েছে আগের বছরের ৩.৩ শতাংশ থেকে ৩.৫ শতাংশে। রপ্তানি, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ, অনুমান করা হচ্ছে ১৩ শতাংশ বৃদ্ধি পাবে, আগের বছরে এই বৃদ্ধি ছিল ১২ শতাংশ। এবছরের আমদানীও বাড়বে ২০১৪-১৫ অর্থবছরে ১৫ শতাংশ, আগের বছরে এর বৃদ্ধির হার ছিল ৮.৯ শতাংশ।

TAGS:

Live TV

আপনার জন্য প্রস্তাবিত